ইসলামের সঠিক জ্ঞান অর্জনের আহবান খামেনেয়ীর
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম
পশ্চিমা যুব সমাজকে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের আহ্বান জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
তিনি বলেছেন, ‘ইসলাম আতঙ্ক’ থেকে পালিয়ে না গিয়ে এ ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত।
বুধবার উত্তর আমেরিকা ও ইউরোপের যুব সমাজের প্রতি দেয়া এক বাণীতে এসব কথা বলেছেন তিনি।
বাণীতে সর্বোচ্চ নেতা বলেছেন, ফ্রান্সসহ আরো কয়েকটি পশ্চিমা দেশের সাম্প্রতিক পরিস্থিতি দেখে আমার মনে হয়েছে, আপনাদের সঙ্গে সরাসরি আমার কথা বলা উচিত। ইসলামকে পাশ্চাত্যের ‘ভয়ঙ্কর শত্রু’ হিসেবে তুলে ধরার জন্য গত দুই দশক ধরে পশ্চিমা দেশগুলোতে যে প্রচেষ্টা চলছে সেকথা উল্লেখ করে তিনি বলেন, দুঃখজনকভাবে জনমনে আতঙ্ক ও ঘৃণা তৈরি করে তা থেকে ফায়দা হাসিল করার ব্যাপারে পশ্চিমাদের সুদীর্ঘকালের ঐতিহ্য রয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা উত্তর আমেরিকা ও ইউরোপের যুবকদেরকে তাদের বুদ্ধিজীবীদের কাছে এ প্রশ্ন করতে বলেন যে, কেন অন্য জাতিগুলোর সঙ্গে পশ্চিমা সরকারগুলোর অন্যায় আচরণের ব্যাপারে সাধারণ মানুষের বিবেক কোনো প্রতিবাদ জানায় না? কেন পশ্চিমা সরকারগুলোর অন্যায় আচরণের বিষয়টি বুঝতে তাদের বিবেকের কয়েক দশক-এমনকি কয়েক শতক লেগে যায়?
মিথ্যা আতঙ্ক ও ঘৃণা সৃষ্টিকে বিশ্বের সব অত্যাচারী ও স্বার্থান্বেষী মহলের অভিন্ন হাতিয়ার হিসেবে উল্লেখ করেন আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি প্রশ্ন করেন, এবার কেন সর্বশক্তি দিয়ে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে এ হাতিয়ারকে ব্যবহার করা হচ্ছে?
ইরানের সর্বোচ্চ নেতা তার বাণীতে ইসলাম ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে উত্তর আমেরিকা ও ইউরোপীয় যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিমা সরকারগুলো যে ইসলামকে তাদের সামনে তুলে ধরছে সে ইসলাম নয় বরং খাঁটি মোহাম্মাদি ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। অপপ্রচারের কারণে তারা যে ইসলামের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে অন্তত তার স্বরূপ জানা এখন পশ্চিমা যুব সমাজের জন্য অবশ্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।-আইআরাআইবি
প্রতিক্ষণ/এডি/মারুফ