ইসিকে ফের নির্বাচনের চিঠি তাবিথের

প্রকাশঃ এপ্রিল ২৯, ২০১৫ সময়ঃ ৮:৩৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

tabith_217883682_76579ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল নতুন করে নির্বাচন দাবি করে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বরাবর চিঠি দিয়েছেন।

তাবিথ আউয়াল স্বাক্ষরিত চিঠিটি মঙ্গলবার রাত ১০টায় সিইসি বরাবর ফ্যাক্স করা হয়। তাবিথ আউয়ালের আইনজীবী ব্যারিস্টার এহসানুল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে তাবিথ আউয়াল সদ্য সমাপ্ত সিটি নির্বাচন ‘পক্ষপাতদুষ্ট, প্রহসনমূলক ও অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তা বাতিলপূর্বক পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান।

ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে।

অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোটগ্রহণ শুরু হওয়ার সাড়ে চার ঘণ্টার মধ্যে ঢাকা সিটি (উত্তর-দক্ষিণ) করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এর এক ঘণ্টা আগে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনও বর্জনের ঘোষণা দেয় বিএনপি।
প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G