ইসিতে সাংবাদিক লাঞ্ছিত

প্রকাশঃ আগস্ট ১৯, ২০১৫ সময়ঃ ২:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

EC_জাতীয় পরিচয়পত্র নিয়ে সংবাদ সংগ্রহ করার সময় বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের রিপোর্টার ও ক্যামেরাম্যানকে মারধর ও ক্যামেরা ভাঙচুর করেছে নির্বাচন কমিশনের এনআইডি প্রকল্পের কর্মকর্তারা।

বুধবার সকালে আগারগাঁওস্থ ইসলামিক ফাউন্ডেশন ভবনে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা প্রকল্প অফিসে এ ঘটনা ঘটেছে। এ সময় চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার জি এম মুস্তাফিজুল আলম ও ক্যামেরাম্যান রিপু আহমেদকে মারধর ও তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়।

এদিন সকালে আগারগাঁওস্থ ভবনে নাগরিকদের ছবি তুলতে গেলে কমিশনের এনআইডি প্রকল্পের কর্মকর্তারা তাদেরকে লাঞ্ছিত করেন। ঘটনার সময় এনআইডি উইং মহাপরিচালকের কার্যালয়ে একজন নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মুস্তাফিজুল আলম বলেন, সংবাদ সংগ্রহ করার সময় এনআইডির কিছু কর্মকর্তা ও কর্মচারী আমাদের বাধা দেন। পরে এক কর্মকর্তার কক্ষে নিয়ে আমাদেরকে মারধর করে এবং ক্যামেরাটি ভেঙে ফেলে। বিষয়টি নির্বাচন কমিশনারকেও অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে এনআইডি উইং মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন বলেন, ‘একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কী হয়েছে জানি না। আমি খোঁজ খবর নিচ্ছি।’

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G