ইসি অপদার্থ

প্রকাশঃ মে ১৬, ২০১৫ সময়ঃ ১:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

emajuddinনির্বাচন কমিশন (ইসি) অপদার্থ ও অযোগ্য বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড.এমাজউদ্দীন আহমেদ।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সিটি নির্বাচন ও বাংলাদেশের গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড.এমাজউদ্দীন বলেন, নির্বাচন কমিশন তাদের অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এদের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে এমনটা আশা করা যায় না। এরা অপদার্থ ও অযোগ্য।

তিনি বলেন, স্থানীয় নির্বাচনে সরকারের পতন হয় না। সুতরাং সরকারের উচিত ছিল এই নির্বাচনকে স্বচ্ছ করা। কিন্তু তাদের অভ্যাস হয়ে গেছে কারচুপি অনিয়ম করার, পাল্টাবে কি করে।

এসময় তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের যাবতীয় কৃতকর্মের রেকর্ড  যথাসময়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেয়া হবে।

প্রতিক্ষণ/এডি/কামরুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G