ইয়েমেনে আল-কায়েদার হামলা, ৩০০ বন্দি মুক্ত
আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইয়েমেনের একটি কারাগারে সন্ত্রাসীগোষ্ঠী আল-কায়েদা হামলা চালিয়ে জেল ভেঙে তাদের একজন শীর্ষ নেতাসহ ৩০০ বন্দিকে মুক্ত করে নিয়েছে।
দেশটির দক্ষিণ-পূর্বের হাদরাময়ুত প্রদেশে এই কারাগারটি অবস্থিত। এখানে আল-কায়েদার আরব দেশগুলোর শীর্ষ নেতা খালিদ বাতারফি বন্দি ছিলেন।
২০১১-২০১২ সালে সুন্নি প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর সরকারের বিরুদ্ধে আল-কায়েদা যুদ্ধ ঘোষণা করলে গ্রেফতার হন বাতারফি। সে সময় আল-কায়েদার অসংখ্য জঙ্গি গ্রেফতার হয়। অবশ্য তখন দেশটির দক্ষিণ-পূর্বের বিশাল অংশ দখল করে নেয় আল-কায়েদা।
আলজাজিরা অনলাইনের খবরে বলা হয়েছে, ইয়েমেনে এখন বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে আর এই সুযোগে জঙ্গিদের ছাড়িয়ে নিল আল-কায়েদা।
ওই কারাগারে আল-কায়েদার জঙ্গিদের হামলা এবং তাদের প্রতিরোধের সময় কারাগারের প্রহরীদের পাল্টা হামলায় নিহত হয়েছে সাতজন। এর মধ্যে দুজন প্রহরী এবং পাঁচজন বন্দি।
প্রতিক্ষণ/এডি/এআই