ইয়েমেনে প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধানসহ অপহৃত তিন

প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ৫:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৩ অপরাহ্ণ

Yemen_Gunmen-Abduct-Head-PO_thereport24আন্তর্জাতিক ডেক্স, প্রতিক্ষণ ডটকম :

রাজধানী সানার রাস্তা থেকে ইয়েমেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধানসহ তিনজনকে অপহরণ করেছে বন্দুকধারীরা।  আজ সকালে তাদের অপহরণ করা হয়।এতে বলা হয়, রাস্তায় গাড়ি আটকে প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আহমেদ বিন মুবারক এবং তার তাই রক্ষিকে ধরে নিয়ে গেছে বন্দুকধারীরা। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এবিসি নিউজ।

প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, সশস্ত্র বিদ্রোহী সংগঠন হুথির সদস্যরা এই অপহরণের সঙ্গে জড়িত।

উল্লেখ্য, ইয়েমেনের অনেক অঞ্চলই দখলে নিয়েছে শিয়াপন্থী হুথি। কোনো কোনো রাজনীতি বিশ্লেষক মনে করেন, ইরানের শিয়া মুসলিমদের হয়ে ইয়েমেনে লড়াই করছে হুথির যোদ্ধারা। এই অভিযোগ অবশ্য অস্বীকার করে আসছে হুথি।

প্রতিক্ষণ/এডি/মমিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G