ইয়েমেনে সেনা-হুতি সংঘর্ষ নিহত ৭৫

প্রকাশঃ ডিসেম্বর ২০, ২০১৫ সময়ঃ ১১:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৪ পূর্বাহ্ণ

ইয়েমেন হুতি বিদ্রোহিইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলে সরকারি সেনা সদস্যদের সাথে হুতি বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে।এ ঘটনায় অন্তত ৭৫ জন নিহত হয়েছেন।

সৌদি সীমান্তের কাছাকাছি এলাকায় গত দুই দিন আগে সরকারি বাহিনীর দখলে নেয়া হারাদ শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৫০ হুথি বিদ্রোহী ও ৪০ সেনাসদস্য আহত হয়েছে।

সেনাবাহিনীর দাবি, নিহতদের মধ্যে অন্তত ২৮ জন সেনাসদস্য রয়েছে।

যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে শান্তি ফিরিয়ে আনার জন্য মঙ্গলবারে সুইজারল্যান্ড শান্তি আলোচনা শুরু হয়েছে। জাতিসংঘের সমর্থনে ইয়েমেনে সপ্তাহ খানেকের জন্য যে যুদ্ধবিরতি চলছে তার মধ্যেই নতুন করে আবারো এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ইয়েমেন থেকে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের প্রতিনিধি জুলিয়েন হারনেইস বলছেন, সাধারণ মানুষের জন্য ইয়েমেনে টিকে থাকাটা দিন দিন কঠিন হয়ে উঠছে। ইয়েমেনের সেনাবাহিনী ও মিত্ররা দেশটির উত্তরাঞ্চলের জাওয়াফ প্রদেশের নিয়ন্ত্রণ নিয়েছে। গত ২৪ ঘণ্টা আগে এ শহরের দখল বিদ্রোহীদের হাতে ছিল।

সূত্র: আলজাজিরার

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G