ঈদের আলোচিত তিন ছবি

প্রথম প্রকাশঃ জুলাই ১৮, ২০১৫ সময়ঃ ৩:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

eid cinemaএক পা দু’ পা করে আসি আসি করতে করতেই চলে এসেছে ঈদ। পুরো দুনিয়া মেতে উঠেছে ঈদের আমেজে। আর এই আমেজে বাদ পড়েনি রূপালি পর্দাও ।

আজ ঈদ উপলক্ষে বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেয়েছে তিনটি ছবি। এই তিনটি ছবি হলো শাহিন সুমন পরিচালিত ”লাভ ম্যারেজ”, ইফতেখার চৌধুরী ও ভারতের হিমাংশু যৌথ পরিচালিত ‘অগ্নি ২” ও তন্ময় তানসেন পরিচালিত ”পদ্ম পাতার জল”।

এর বাইরেও মুক্তি পাবে আরো দুইটি ছবি। কিন্তু সেই ছবি দুটি ছোট পর্দায় মুক্তি পাবে বলে রয়েছে আলোচনার বাইরে। হলে মুক্তি প্রাপ্ত তিনটি ছবির মধ্যে ”লাভ ম্যারেজ” মুক্তি পেয়েছে ১৩০টিরও বেশী হলে।

এ ছবিতে রয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান-অপু বিশ্বাস। এরপরেই রয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও কলকাতার চিত্রনায়ক ওম অভিনীত ”অগ্নি-২” ছবিটি। আর বিদ্যা সিনহা মিম ও ইমন অভিনীত ”পদ্ম পাতার জল” ছবিটি মুক্তি পেয়েছে ৩০ টির মত হলে। ”পদ্ম পাতার জল” ছবিটি বিভিন্ন কারণে আলোচনায় থাকলেও হলে মুক্তি প্রাপ্তির দিক থেকে অন্য দুটি ছবির চাইতে অনেক পিছিয়ে থাকায় ব্যবসায়িক সাফল্যের হিসাবের মধ্যে এটি নেই।

তবে বাকি দুটি ছবির হল সংখ্যা কাছাকাছি হওয়ায় এবং দুটি ছবিরই অভিনয়ে তারকা শিল্পী থাকায় পুরো চলচ্চিত্র জগত অধীর আগ্রহে অপেক্ষা করছে ঈদে শেষ পর্যন্ত বাজিমাত করে কোন ছবিটি তা দেখার জন্য। একইসাথে তারা এটাও বলছেন যে এই জমজমাট লড়াই আগামীতে চলচ্চিত্রের সুদিন ফেরার ক্ষেত্রে একটি শুভ ইংগিত।

অন্যদিকে নিজের অভিনীত ছবিটিকে এক নম্বর স্থানে রাখাটা শাকিব খানের জন্য যতটা জরুরী তেমনি মাহির জন্যও তার অভিনীত ছবিটির ব্যবসায়িক সাফল্যের পাল্লাটা ভারী হওয়া জরুরী। কেননা এই ফলাফলের উপরেই অনেকটা নির্ভর করছে এই দুই জনপ্রিয় চিত্রতারকার আগামীর চিন্তাভাবনা।

‘অগ্নি-২’:Agnee_2

বরাবরের মতোই এবারের ঈদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘অগ্নি-২’। কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত বিগ বাজেটের এ ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও কলকাতার নায়ক ওম। নানা জল্পনা কল্পনা আর রটনার ভেতর দিয়ে জাজ মাল্টিমিডিয়ার এই ছবিটি শুরু থেকেই ছিলো আলোচনার কেন্দ্রবিন্দুতে।
নায়িকা কেন্দ্রিক এই ছবিতে মাহিকে দেখা যাবে সম্পূর্ণ নতুনরূপে। শুটিংও হয়েছে দেশের বাইরে।

মাহি-ওম ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন দক্ষিণ ভারতের শক্তিশালী অভিনেতা আশীষ বিদ্যার্থী, অমিত হাসান, টাইগার রবিসহ আরও অনেকে।
ঈদের পর ১৪ আগস্ট থেকে ভারত, চীন (মান্দারিন ভাষায়), হংকং, মালয়েশিয়া (মালয় ভাষায়), ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইটালি ও আমেরিকাতে প্রদর্শিত হবে ছবিটি। এর দৃশ্যধারণ হয়েছে বাংলাদেশ, ভারত ও থাইল্যান্ডে।

লাভ ম্যারেজ:love marriage

হার্টবিট প্রোডাকশনের ব্যানারে নির্মিত লাভ ম্যারেজ ছবিটিও এ ঈদের অন্যতম সেরা আকর্ষণ। কারণ ঢালিউডের শীর্ষনায়ক শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত এ ছবিটি নির্মিত হয়েছে সাধারণ দর্শকদের কথা মাথায় রেখে।

পুরান ঢাকার ভাষায় উপস্থাপন করা হয়েছে শাকিব খানকে। ধনী-গরীবের প্রেম ছবিটির মূল উপজীব্য। আর এদেশের সাধারণ দর্শকরা এমন ছবিই বেশি দেখতে পছন্দ করেন। ফলে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত এ ছবিটিও ব্যবসাসফল হওয়ার সম্ভাবনা রয়েছে।
ছবিটিতে রোমান্টিকতার পাশাপাশি কমেডি, ট্র্যাজেডি, ফ্যামিলি ড্রামাসহ বিনোদনের সবকিছু থাকছে এতে।

পদ্মপাতার জল:padmopatar-jal

‘পদ্ম পাতার জল’ কাব্যিক এ নামের মতো ছবিটিও কবিতায় ভরপুর। ইমন ও বিদ্যা সিনহা মিম অভিনীত এ ছবিটি নির্মাণ করেছেন তন্ময় তানসেন। ইতিহাসের আবরণে নির্মিত এ ছবিটিও ব্যায়বহুল একটি ছবি। সুন্দর লোকেশন, সুন্দর ক্যামেরা ওয়ার্ক আর গল্পই দর্শকদের ছবিটি দেখতে উৎসাহিত করবে।

জানা যায়, ছবিটির জন্য বিদ্যা সিনহা মিমকে শাস্ত্রীয় নাচও শিখতে হয়েছে।
ছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন লতিফুল ইসলাম শিবলী।

তবে শেষ পর্যন্ত ফলাফল যাই হোক না কেনো ঈদে যে সিনেমাপ্রেমী দর্শকরা জমজমাট একটি লড়াই দেখতে যাচ্ছেন তা কিন্তু নিশ্চিত।

প্রতিক্ষণ/এডি/সজল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G