নিজস্ব প্রতিবেদক
অনেকটা ঢাক-ঢোল পিটিয়ে এবারের ঈদে মুক্তি পেয়েছে বাণিজ্যিক ধারার চারটি চলচ্চিত্র। এগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কোলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত জাকির হোসেন সীমান্ত এবং জয়দীপ মুখার্জী পরিচালিত, শাকিব খান ও ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী অভিনীত ছবি শিকারি ।
কোলকাতার বাবা যাদব ও বাংলাদেশের আব্দুল আজিজ পরিচালিত টলিউড সুপারস্টার জিৎ ও বাংলাদেশী গ্ল্যামার গার্ল নুসরাত ফারিয়া অভিনীত জাজ আর এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি বাদশা দ্যা ডন ।
মোস্তফা কামাল রাজ পরিচালিত শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ছবি সম্রাট – কিং ইজ হেয়ার।
নুসরাত ইমরোজ তিশা ও শাকিব খান অভিনীত ছবি মেন্টাল মুক্তির আগে থেকেই আলোচিত এই চারটি ছবিতেই রয়েছে কলকাতা এবং ঢাকার নামী তারকাদের সমাবেশ। মুক্তির পর থেকেই ছবিগুলো সাদরে গ্রহণ করছে দর্শকরা। ঢাকাসহ দেশের বিভিন্ন সিনেমা হলে ছবি দেখার জন্য দেখা গেছে দর্শকদের উপচে পরা ঢল।
ঈদ আনন্দ ও বিনোদনের অংশ হিসেবে পরিবার ও বন্ধুদের সাথে সিনেমা হলে আগত কয়েকজন জানান,
‘‘ ঈদ উপলক্ষ্যে পরিবার নিয়ে ছবি দেখতে আসছি। ভালো লাগছে। ’’
‘‘ বাদশা ছবিটা দেখেছি, এই ছবিটা অনেক ভালো। ’’
‘‘ আমার কাছে শিকারি ছবিটা বেশি ভালো লাগছে। ’’
বছরের এই সময়টাতেই সন্তুষ্ট থাকেন হল মালিকরা। সিনেমা দেখতে শিশু-কিশোর ও বড়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনেকটাই লাঘব করে তাদের ব্যবসায়িক মন্দার কষ্ট। ঈদের সিনেমা নিয়ে ঢাকার ডেমরাতে অবস্থিত মতিমহল ও রাণীমহল সিনেমা হলের কর্মকর্তাগণ জানায়,‘‘মতিমহলে সম্রাট ছবিটি চলছে । রাণীমহল সিনেমা হলে চলছে বাদশা ছবি। সিনেমা হল হাউজফুল।।’’
‘‘ অন্যান্য ঈদের তুলনায় এবার ছবি ভালো চলছে। ছবির দর্শকদের মধ্যে ইয়াং জেনারেশনই বেশি।।’’
ঈদের ছুটির পর দর্শকদের সংখ্যা আরও বাড়বে বলে জানান বিভিন্ন হল কর্মকর্তা। এদিকে অনেক সিনেমা হলের দর্শকরা জানিয়েছেন টিকিটের অধিক দামের কথা।
প্রতিক্ষণ/এডি/এস আর এস