ঈদের নামায নিষিদ্ধ করেছে আইএস
আন্তর্জাতিক ডেস্ক
ইরাকের উত্তরের মসুল শহরে ঈদের নামায নিষিদ্ধ ঘোষণা করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তাদের মতে, ইসলামের মূল অংশে ঈদের নামাযের কোনো প্রচলন ছিল না এবং তা ইসলামের পরিপন্থি।
কুর্দিস্থান ডেমোক্রেটিক পার্টির (কেডিপি) মসুল নগরের নেতা ইসমাত রজব এসব তথ্য নিশ্চিত করেছেন। সূত্র: প্রেস টিভি।
তিনি জানান, আইএসের জঙ্গিরা মসুল নগরের লোকদের জানিয়ে গেছে ঈদের জামাতে না যেতে। কারণ তা ইসলামের পরিপন্থি। গত বছর বিশ লাখ মানুষের মসুলে ‘তাখফিরিস’ নামে ইসলামি আইনের প্রচলন করে আইএস। এর পর থেকেই বিভিন্ন ধরনের আইনের মাধ্যেমে নগরের অধিবাসীদের বিপর্যস্ত করে রাখা হয়েছে।
উল্লেখ্য, মসুল আইএসের অধীনে থাকা ইরাকের বৃহত্তম শহর। হত্যা, নির্যাতনসহ সব ধরনের ইসলাম পরিপন্থী কাজের সমালোচনা হলেও মসুলের অধীবাসীদের ওপর তা জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর