ঈদে ছেলেদের পোষাক

প্রকাশঃ জুলাই ১৭, ২০১৫ সময়ঃ ৫:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০২ অপরাহ্ণ

আব্দুল্লাহ সিফাত তাফসির

nasir hossainঈদ মানে খুশি , ঈদ মানে আনন্দ । নতুন একটি চাঁদ প্রতিটি মুসলমান এর ঘরে খুশির বার্তা নিয়ে আসে। এই উৎসবটি ধর্মীয় হলেও এটি মুসলমানদের আনন্দ উদযাপনের অন্যতম উপলক্ষ । আর এই আনন্দটাকে আরও দ্বিগুণ করে দেয় নতুন পোশাক। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যকেরই ঈদের আনন্দ বলতে সবার আগে মনে আসে নতুন পোশাকের কথা। ঈদ এবং নতুন পোশাক এখন একে অপরের পরিপূরক। নতুন পোশাক তো বছর জুড়ে সবাই কেনে কিন্তু ঈদের পোশাক কেনার প্রস্তুতিটা অনেক আগে থেকেই চলে আসে শিশু, কিশোর, তরুন,যুবক, বৃদ্ধ সবার মাঝে । ঈদের দিনের বিশেষত্ত কে বাড়িয়ে দেয়ার এই এক পন্থা দীর্ঘকাল থেকে চলে আসছে। যুগে যুগে উৎসব উদযাপনের প্রক্রিয়া তে ব্যাপক পরিবর্তন এসেছে, মানুষের রুচিতেও এসেছে এ পরিবর্তন । ঈদ আনন্দ উদযাপনের এই এক পন্থা আজও সবাই একই ভাবে মেনে আসছে। ঈদের জন্য একটা হলেও নতুন পোশাক সবার চাই-ই-চাই। নতুন পোশাক ছাড়া ঈদটাই যেন পানসে হয়ে যায় সবার কাছে।

সবার ধারণা ঈদের দিনের সাজ বলতে বোঝায় শুধু মেয়েদের সাজ-গোজ। মেয়েদের পাশাপাশি দরকার ছেলেদেরও পোশাক সচেতনতার।

ছেলেদের ঈদ মূলত সকালে ঈদ নামাযের সময় থেকেই শুরু হয়ে যায় ।আর তাই ঈদে ছেলেদের পোষাকের ভেতর আকর্ষণের কেন্দ্রেবিন্দুতে থাকে পাঞ্জাবী ।পাঞ্জাবী ছাড়া ছেলেদের ঈদ সম্পূর্ন হয় না বললেই চলে । বর্তমান সময়ে ছেলেরা পাঞ্জাবীর ক্ষেত্রে রঙকেই প্রাধান্য দিয়ে থাকে। একটা সময় ছিলো যখন পাঞ্জাবীর রঙ বলতে সাদা রঙটাকেই প্রাধান্য দেয়া হতো। কিন্তু বর্তমান সময়টা ভিন্ন । এখনকার ছেলেদের কাছে পছন্দটা একটু আলাদা হয়ে থাকে। বিভিন্ন রঙের পাঞ্জাবী এখন শপিংমল গুলিতে দেখা যায়। ফলে পাঞ্জাবি কেনার ক্ষেত্রে ছেলেরা তাদের নিজেদের শরীরের রঙ, উচ্চতা এবং স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখে। এমন কিছুই পরা উচিৎ নয় যেটা মানানসই নয়।t shirt

ঈদের সকালে আপনাকে শুধু পাঞ্জাবীর কথা ভাবলেই চলবে না , পাঞ্জাবীর সাথে মিলিয়ে একটি ভাল স্যান্ডেলও অনেক জরুরী। এক্ষেত্রে আপনি চামড়ার দিয়ে তৈরি ভাল একজোড়া স্যান্ডেল ব্যাবহার করতে পারেন।তবে যেহেতু এবার ঈদে বৃষ্টি হবার সম্ভবনা রয়েছে সেহেতু স্যান্ডেল পড়ার ক্ষেত্রে সেদিকেও নজর রাখতে হবে। সেই সাথে সুগন্ধীও ব্যাবহার করা যেতে পারে। আর একটি সুন্দর হাতঘড়ি কিংবা রুচিশীল ব্রেসলেট আপনাকে করে তুলতে পারে আরো সুদর্শন আর ব্যক্তিত্বসম্পন্ন।

নামাযের পর চাইলে পাঞ্জাবি পরে থাকতে পারেন। আবার পাঞ্জাবি পরিবর্তন করে টি-শার্ট , জিন্স অথবা গ্যাবার্ডিন প্যান্ট ব্যাবহার করতে পারেন। জিন্স বা গ্যাবার্ডিন এর সাথে ক্যাজুয়াল শার্টও আপনাকে ভাল লাগতে বাধ্য । তবে টি-শার্ট বা শার্ট যাই পড়েন আপনি, সেটা যেন হয় রঙ-বেরঙ আর প্রানবন্ত ।

দুপুর গড়িয়ে বিকেল । ঈদ এর দিনে ছেলেদের কাছে বিকেল মানেই ঘোরাঘুরি , বন্ধুদের সাথে আড্ডা । ঈদের দিন বিকেলের পোষাক নির্বাচনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিচক্ষণ হতে হবে। আপনার পোষাকটি যাতে অন্য সবার থেকে আলাদা হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর আপনার পোষাকটি যাতে আরামপ্রদ হয় এবং সেই সাথে রুচিসম্পন্ন । আর সে জন্য আপনাকে ঈদের কেনাকাটা করার সময় কাপড়ের মান , রঙ আর স্টাইল এই তিনটি বিষয়ের উপর অবশ্যই নজর রাখতে হবে।adda

ঈদের রাতটি অন্য রাত থেকে আলাদা হবে এটাই নিয়ম । এই রাতে আপনাকে আত্বীয়-স্বজনের বাসায় যেতে হয় , উপস্থিত থাকতে হয় বিভিন্ন ধরনের পার্টিতে। সে ক্ষেত্রে আপনাকে বেছে নিতে হবে ভারি আর গাঢ় রঙ এর পোষাক। গাঢ় রঙের যেকোনো পোশাক ঈদ রাতের অনুষ্ঠানে আপনাকে করে তুলবে প্রানবন্ত আর সবার থেকে ব্যাতিক্রম।

পরিশেষে যেভাবেই কাটান না কেনো আপনার ঈদ যেনো ভরে ওঠে অনাবিল আনন্দে। সুন্দর কাটুক আপনার ঈদ পরিবারের সাথে , বন্ধু-বান্ধবের সাথে , আত্বীয়-সজনের সাথে আর প্রিয় মানুষটির সাথেতো বটেই।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G