নিজস্ব প্রতিবেদক
মহরত হওয়ার পর থেকেই সবসময় এগিয়ে থাকছে ‘রাত্রীর যাত্রী’। শুটিং এ বিলম্ব হলেও থেমে নেই এর পথচলা। পবিত্র রমজানে এর শুটিং না হলেও ছবিটি নিয়ে বেশ তৎপর ‘রাত্রীর যাত্রী’ ইউনিট।
বাংলা সিনেমা প্রেমীদের জন্য আলোচিত ছবিটি নিয়ে ব্যতিক্রমধর্মী প্রতিযোগীতার আয়োজন করেছে ‘রাত্রীর যাত্রী’ পরিবার।
‘লেখো সুন্দর পোস্ট আর জিতে নাও ঈদ গিফট হ্যাম্পার’- প্রতিযোগীতায় ‘রাত্রীর যাত্রী’ ছবি নিয়ে ফেসবুকে লিখতে হবে সুন্দর সুন্দর পোষ্ট। লেখা পোস্টগুলো থেকে সেরা দশজনের লেখা নির্বাচন করবেন বিজ্ঞ সম্মানিত জুরিবোর্ড ।
এই ছবির তারকাদের সাথে আড্ডা দিতে, সরাসরি শ্যুটিং দেখতে, তারকাদের সাথে ছবির প্রিমিয়ার শো উপভোগ করা, প্রিয় তারকাদের সাথে সুন্দর সুন্দর ছবি তুলতে কিংবা আকর্ষনীয় ঈদ গিফট হ্যাম্পার পেতে হলে ‘রাত্রির যাত্রী’ ছবিকে নিয়ে লেখা পোস্ট করতে হবে “রাত্রির যাত্রী” পেজ এ।
লিখতে হবে যেভাবে: বিষয় বস্তু হতে হবে ‘রাত্রির যাত্রী’কে নিয়ে। ছবির অভিনেতা-অভিনেত্রী বিষয়ক হতে হবে। রাত্রির যাত্রীকে ফুটিয়ে তুলতে হবে। নিজের মতো করে সহজ সরল ভাষায় লিখতে হবে। ছবিটি নিয়ে মিডিয়াতে কেন এত হৈচৈ এই বিষয় বস্তু লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে।
নিজ নিজ আইডিগুলোতেও পোস্টগুলো শেয়ার করবে। সেই সাথে থাকতে হবে নাম, ঠিকানা, ইমেইল এড্রেস এবং মোবাইল নাম্বার। নির্ধারিত সময়ে বিজয়ীদের ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষনীয় ঈদ গিফট হ্যাম্পার।
হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রির যাত্রী’ ছবিতে অভিনয় করেছেন চলচ্চিত্রের সাড়া জাগানো নায়িকা মৌসুমী, আনিসুর রহমান মিলন, এটিএম শামসুজ্জামান,সালাউদ্দিন লাভলু, অরুণা বিশ্বাস, রেবেকা, শহিদুল আলম সাচ্চু, মারজুক রাসেল, সোনিয়া হোসেন, নায়লা নাঈম, শিমুল খান,সাদিয়া আফরিনসহ আরও অনেকে।
প্রতিক্ষণ/এম-আর