নিজস্ব প্রতিবেদক:
বকর কে সবাই বলে তুই বেটা খারাপ। সবার কাছ থেকে একই কথা শুনে এক পর্যায়ে বকর বলে ওকে ফাইন আই এম এ ব্যাড মেন। মাই নেম ইজ ব্যাড। গ্রামের মানুষ বকর এর জ্বালাতন এ অতিস্ট। এর মদ্ধে হক এর বউ এর সব মুরগী চুরি হয়ে যায় ।
চুরির ঘটনা কে কেন্দ্র করে বিচার সালিশ বসে গ্রামে। হক এর বউ নাছোড় বান্দা। দা – বটি শান দিতে থাকে বকর কে হাতের নাগালে পাওয়ার অপেক্ষায়। চেয়ারম্যান সামনে হাজির হয় বকর। হক এর বউ তার তার মুরগীর ক্ষতিপূরণ চায়।
নোয়াখালীর ভাষায় নির্মিত রওনক হাসান এর রচনা ও সালাউদ্দিন লাভলুর পরিচালনায় দশ পর্বের ধারাবাহিক হাস্যরসাত্মকপূর্ণ নাটক “মাই নেম ইজ ব্যাড”। হক এর বউ চরিত্রে অভিনয় করেছেন শারমিন আঁখি। বকর চরিত্রে রওনক হাসান।
এছাড়াও রয়েছেন সাঞ্জিদা প্রীতি, আজিজুল হাকিম, শ্যামল মওলা, নরেশ ভুঁইয়া, ছন্দা ফরিদা, সতীর্থ রহমান, রেজাউল আমিন সুজন, জামিল হোসেন,তিতান চৌধুরী, সামিয়া অথৈ প্রমুখ।
জান্নাতুল টুম্পার প্রযোজনায় ধারাবাহিক টি প্রচারিত হবে ঈদের দিন থেকে ১০ দিন এটিএন বাংলা পর্দায়।
প্রতিক্ষণ/এডি/রন