ঈদ ঘিরে বেড়েছে ডাকাতি-ছিনতাই

প্রকাশঃ সেপ্টেম্বর ২৩, ২০১৫ সময়ঃ ৫:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০০ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক

dakatiঈদকে ঘিরে বেড়েছে ছিনতাই। ঈদের এক সপ্তাহ আগে যশোরে ৩টি ডাকাতিসহ ৭টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল শহরতলীর অগ্রণী ব্যাংকে ডাকাতি করে টাকা ও গুলি লুট।

সর্বশেষ মঙ্গলবার ভোরে মণিরামপুরের বেগারিতলা এলাকায় ‘ডাকাতি’ কালে গুলিবিদ্ধ হয়েছে আকবর আলী নামে এক ডাকাত। ঈদের আগে অব্যাহত ছিনতাই-ডাকাতির ঘটনায় জনমনে উদ্বেগ বাড়লেও পুলিশের পক্ষ থেকে ভয়ের কোনো কারণ নেই বলে জানানো হয়েছে।

১৭ সেপ্টেম্বর রাত তিনটার দিকে যশোরের রাজারহাট অগ্রণী ব্যাংকের ভল্ট ভেঙে ২১ লাখ ৮ হাজার টাকা ও ৫ রাউন্ড গুলি লুট করে ডাকাতদল। গ্যাস কাটার দিয়ে ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশের পর ডাকাতরা নিরাপত্তায় থাকা দুই আনসার সদস্যকে বেঁধে ডাকাতি করে। এ ঘটনায় সন্দেহভাজন দুই নিরাপত্তারক্ষীকে রিমান্ডে নেয়া হলেও ঘটনার সঙ্গে জড়িতদের এখনও কেউ আটক হয়নি। পরের দিন বিকেলে (১৮ সেপ্টেম্বর) সদরের রূপদিয়া বাজারে ইসলাম নামে এক যুবকের কাছ থেকে গরু কেনার ৫০ হাজার টাকা ছিনতাই হয়।

একই দিনে রাত সাড়ে ৯ টার দিকে গরু বিক্রি শেষে আলমসাধু যোগে বাড়ি ফেরার সময় মণিরামপুরের ঢাকুরিয়ার চাপাকোনা এলাকায় ডাকাতদের কবলে পড়েন একই উপজেলার জয়পুর কাচারিবাড়ি গ্রামের শফিয়ার রহমান। এ সময় জুয়েল রানা ও সুজন হোসেন নামে দুই ডাকাতকে গণপিটুনি দিয়ে এলাকাবাসী পুলিশে দিলেও লুট করা দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাত সর্দার রসুল। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মণিরামপুর থানার ওসি তাহেরুল ইসলাম।

গত ১৯ সেপ্টেম্বর শহরের শংকরপুর পশু হাসপাতাল এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। রিকশায় বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা ঐ এলাকার এক মহিলার কাছ থেকে স্বর্ণালংকার ছিনতাই করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। একই দিন রাতে শহরের জামে মসজিদ লেন রোডে ছিনতাইকারীদের কবলে পড়েন কালেক্টরেট মার্কেটের আদিত্য ফ্যাশানের সত্ত্বাধিকারী রমজান আলী। এ কাপড় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন ছিনতাইকারীরা।

২১ সেপ্টেম্বর দুপুরে যশোরের পুলেরহাট এলাকায় মহাসড়কের উপর দুই সহদরকে কুপিয়ে মোটরসাইকেল ও মোটরপার্টস ছিনতাই করেছে দুর্বৃত্তরা। যশোর থেকে ফেরার পথে সাতক্ষীরার কলারোয়ার ইনতাজ ও জাকির হোসেন ছিনতাইকারীদের কবলে পড়েন। তারা হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় জড়িত কেউই এখনও আটক হয়নি।

আর সর্বশেষ ঘটনাটি ঘটেছে মণিরামপুরের চালকিডাঙ্গা এলাকায়। পুলিশের দাবি সেখানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ খবর পেয়ে সেখানে গেলে ডাকাতরা তিন রাউন্ড গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এ সময় নিজেদের গুলিতে বিদ্ধ হয় আকবর আলী।

ঈদের আগে এভাবে ছিনতাই-ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। তবে এ নিয়ে ভয়ের কিছু নেই বলে জানিয়ে যশোরের সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা। তিনি জানান তারা প্রতিটি ঘটনায় আসামি আটকের চেষ্টা করছেন।

 

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G