ঈশ্বরদী রেলওয়ে জংশনে নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ৪:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৬ অপরাহ্ণ

ঈশ্বরদী রেলওয়ে জংশtran ishurdiন স্টেশনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এবং রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সরকারি সম্পদ।এখানে রয়েছে রেলওয়ের পাকশী বিভাগীয় সদর দফতর, ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ, লালন শাহ সেতু, ইপিজেড, রেলওয়ে ওয়ার্কশপ, পেপার মিলসহ শতাধিক সরকারি প্রতিষ্ঠান।

অথচ ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন ইয়ার্ডে রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে আছে রেলওয়ের প্রায় ৮ শতাধিক কনটেইনার (মালবাহী বগি)। এসব বগি মেরামত করা হলে আরও অনেক মালবাহী ট্রেন চালান সম্ভব হতো।

যাত্রীবাহী ও মালবাহী বগির যথোপযুক্ত ব্যবহার হলে সরকারের রাজস্ব বৃদ্ধি পেত অথচ তা না করে এক শ্রেণীর অসাধু রেল কর্মকর্তাদের সহযোগিতায় সরকারি ক্রয়কারী প্রতিষ্ঠান চড়া দামে নতুন নতুন বগি ক্রয় করেছেন।

অন্যদিকে দেশে এনে সেগুলো ঠিকমতো ব্যবহার না করে ফেলে রেখে ব্যবহার অনুপযোগী করে তুলছে। ট্রেনের যাত্রীবাহী কোচ ও
মালবাহী বগি কিংবা ইঞ্জিন মেরামত করার জন্য নির্দিষ্ট ওয়ার্কশপ (লোকোসেড) রয়েছে ঈশ্বরদীতে। ওয়ার্কশপে অতিরিক্ত মালামাল জমে নষ্ট হওয়ায় যাত্রীবাহী ও কন্টেইনার ট্রেনের
দ্রুত কাজ সম্পন্ন করা যাচ্ছে না। ফলে রেলওয়ের অনেক দামি বগিগুলো অব্যবহৃত ও রক্ষণাবেক্ষণের অভাবে খোলা আকাশের নিচে পড়ে থাকছে। অনেক বগি মেরামতের অযোগ্য হয়ে পড়েছে।এছাড়া চুরি তো আছেই। এসব জমে থাকা বগির ভেতরে হেরোইন ও মাদকসেবীদের আড্ডা জমে উঠেছে। দিন-রাত
চলে অসামাজিক কার্যকলাপকারীদের আনাগোনা। অরক্ষিত বগিগুলোতে মল ত্যাগের ফলে সৃষ্ট দুর্গন্ধে সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে। দুর্গন্ধ ছড়াচ্ছে স্টেশন এলাকায়। রাতে ভাসমান পতিতারা এসব পরিত্যক্ত ওয়াগনের ভেতরে অসামাজিক কাজে লিপ্ত হয়। রেলওয়ে নিরাপত্তা বাহিনী দায়
এড়ানোর মতো শুধু লোক দেখানোর নামে সেবা প্রদান করছে।

ঈশ্বরদী রেলওয়ে জংশনকে আধুনিকায়নের প্রতিশ্র“তি থাকলেও গত কয়েকবছরের মধ্যে শুধু প্লাটফর্মের সম্প্রসারিত অংশের ছাউনি ছাড়া তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের বিভাগীয় ম্যানেজার পংকজ কুমার সাহা রেলওয়ের সম্পদ নষ্টের কথা স্বীকার করে জানান, প্রয়োজনীয় জনবলের অভাবে সময়মতো কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হচ্ছে না। তিনি জানান, রেলওয়ের সার্কুলারের মাধ্যমে লোকবল নিয়োগ করে দ্রুত কার্যকর ভূমিকা পালনের পরিকল্পনা সরকারের আছে। এটা হলে অবস্থার উন্নতি হবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G