উইন্ডোজ-১০ এর টেস্টিং ভার্সন বাজারে

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৭:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৬ অপরাহ্ণ

indexকিছু দিন আগেই মাইক্রোসফটের তরফে তাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ-১০ অপারেটিং সিস্টেমের প্রিভিউ প্রকাশ করা হয়েছিল৷ এবার তাদের এই নয়া অপারেটিং সিস্টেম উইন্ডোজ-১০-এর টেস্টিং ভার্সন বাজারে আনল৷

শুধুমাত্র মাইক্রোসফটের লুমিয়া ৭৩০ স্মার্টফোনের জন্য তারা তাদের এই ভার্সনটি আনছে৷ মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে, লুমিয়া ৭৩০ মডেলের স্মার্টফোনটি আপডেটের মাধ্যমে এই উইন্ডোজ-১০ অপারেটিং  সিস্টেমটি ব্যবহার করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা৷

তবে ব্যবহারকারীদের মতে, নয়া এই সিস্টেমে বেশ কিছু সমস্যা লক্ষ্য করা গিয়েছে৷তবে মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলি মেটানো হবে৷

প্রসঙ্গত এই ফোনটিতে বর্তমান অপারেটিং সিস্টেম ৮.১৷ পাশাপাশি এই স্মার্টফোনে আছে স্ন্যাপড্রাগন ৪০০ প্রসেসর ও ১ জিবি ব়্যাম৷ এছাড়া ফোনটিতে আছে ৬.৭ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও সেলফির জন্য আছে ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷ – ওয়েবসাইট।

প্রতিক্ষণ/এডি/জয়

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G