উইন্ডোজ ১০ ফোন আনল মাইক্রোসফট

প্রকাশঃ ডিসেম্বর ৭, ২০১৫ সময়ঃ ১১:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৮ অপরাহ্ণ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

Lumia-550-696x435

মাইক্রোসফট এক প্রেস ইভেন্টে নতুন দুটি লুমিয়া স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। যদিও আগে থেকেই বিভিন্নভাবে ফাঁস হচ্ছিল ফোনদুটির তথ্য, তবে এখন আর কোনো দ্বিধা রইলনা। মিডরেঞ্জ ব্যবহারকারীদের দিকে নজর দিয়ে মঙ্গলবার মাইক্রোসফটের পণ্য উন্মোচন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় লুমিয়া ৫৫০ স্মার্টফোনের সঙ্গে। চলতি বছরের অক্টোবরে তুলনামূলক কম মূল্যের বাজেট স্মার্টফোন বাজারে বানানোর ঘোষণা দেওয়ার পর সোমবার (৭ ডিসেম্বর) বাজারে ছাড়ল মাত্র ১৩৯ ডলার মূল্যের লুমিয়া ৫৫০ স্মার্টফোন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক খবর প্রকাশকারী ওয়েবসাইট দ্যা ভার্জ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এটি উইন্ডোজ ১০ সিরিজের সর্বনিম্ন মূল্যের স্মার্টফোন। এতে থাকছে ৪.৭ ইঞ্চি ডিসপ্লে এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

কম বাজেটের স্মার্টফোন হওয়ায় হ্যালো এন্ড কন্টিনামের মত কিছু সুবিধা থেকে বঞ্চিত হবেন উইন্ডোজ স্মার্টফোন ভক্তরা। তবে ফোনটি স্ট্যান্ডবাই অবস্থাতেও সময়, তারিখ এবং নোটিফিকেশন দেখার জন্য থাকছে গ্ল্যান্স স্ক্রিন ফিচার।

স্মার্টফোনটি কিছু নির্দিষ্ট স্থানে বিক্রয় শুরু হয়েছে। তবে এখনো নির্দিষ্ট কোন দেশের বাজারে বিক্রির জন্য দেয়নি মাইক্রোসফট কর্তৃপক্ষ।

ভ্যাট এবং ট্যাক্স ব্যতীত বাংলাদেশের বাজারে স্মার্টফোনটির মূল্য হবে প্রায় ১১হাজার টাকা।

সুত্রঃ মাইক্রোসফট অফিসিয়াল ব্লগ

প্রতিক্ষণ/এডি/এস. টি.

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G