উখিয়ায় ৬ হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত
কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় ঘুর্ণিঝড় ‘মোরা’র আঘাতে পাঁচ ইউনিয়নে ৬ হাজারের অধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়াও পানের বরজ, পল্ট্রি ফার্মের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, হলদিয়াপালং ইউনিয়নে সম্পূর্ণ বিধ্বস্ত বাড়ির সংখ্যা ২শ, আংশিক বিধ্বস্ত ৫৫০। রত্নাপালং ইউনিয়নে সম্পূর্ণ বিধ্বস্ত বাড়ির সংখ্যা ১৫শ, আংশিক বিধ্বস্ত ৭৮০। জালিয়াপালং ইউনিয়নে সম্পূর্ণ বিধ্বস্ত বাড়ির সংখ্যা ৫শ, আংশিক বিধ্বস্ত ১৫শ। পালংখালী ইউনিয়নে সম্পূর্ণ বিধ্বস্ত বাড়ির সংখ্যা ২শ, আংশিক বিধ্বস্ত ৬শ। রাজাপালং ইউনিয়নে সম্পূর্ণ বিধ্বস্ত বাড়ির সংখ্যা ১৬শ, আংশিক বিধ্বস্ত প্রায় আড়াই হাজার।
উখিয়া সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, উপজেলার পাঁচ ইউনিয়নে ক্ষতির তালিকা ইউনিয়ন পর্যায়ে ইউপি সদস্যরা জমা দিয়েছেন।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন জানান, সরকারিভাবে পাওয়া তিন মেট্টিক টন চাল পাঁচ ইউনিয়নের সংশ্লিষ্ট চেয়ারম্যানের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
তিনি জানান, মোরা’র আঘাতে উখিয়া সদর, ডিগলিয়াপালং, রাজাপালং, ঘিলাতলী, পালংখালী, বালুখালী, থাইংখালী, কুতুপালং শরণার্থী শিবির, বালুখালী শরণার্থী শিবির, ফলিয়া পাড়া, হাজির পাড়া, জাদিমোরা, রত্নাপালং, রুমখাপালং, কামরিয়ার বিল, মনির মার্কেট, জালিয়াপালং, ইনানী, নিদানিয়া, সোনার পাড়া, সোনাইছড়ি, মরিচ্যা, পাগলির বিল, লম্বাবিল, বউ বাজারসহ অন্তত ৭০-৮০ গ্রামে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতিক্ষণ/এডি/সাই