উচ্চ আদালতে জামিন চাইলেন আব্বাস

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৬ সময়ঃ ২:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

abbasনিম্ন আদালতে জামিন না পেয়ে উচ্চ আদালতে জামিন আবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাংবাদিকদের প্লট বরাদ্দসহ তিন মামলায় উচ্চ আদালতে জামিন আবেদন করেন তিনি।

রবিবার দুপুরে মির্জা আব্বাসের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন বিচারপতি মির্জা হোসেইন ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চে এ জামিন আবেদন জমা দেন।  

মন্ত্রী থাকা অবস্থায় প্লট বরাদ্দের বিষয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ২০১৪ সালে শাহবাগ থানায় মামলা করে দুদক। এ ছাড়া পল্টন ও মতিঝিল থানায় নাশকতার অভিযোগে দায়েরকৃত ২ মামলাসহ তিন মামলায় তিনি এ জামিন আবেদন করেন।

অ্যাডভোকেট সগীর হোসেন লিওন বলেন, মির্জা আব্বাস মন্ত্রী থাকা অবস্থায় সাংবাদিকদের মাঝে যে সকল প্লট বরাদ্দ দিয়েছেন তাতে ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯ শত টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলা করে দুদক।

এসব মামলায় তিনি গত ৬ জানুয়ারি নিম্ন আদালতে জামিন চেয়ে আত্মসমর্পণ করেন। কিন্তু আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি আজ উচ্চ আদালতে জামিন আবেদন করলেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G