উত্তরায় অগ্নিকান্ডে নিহত ৭

প্রকাশঃ জুন ২৫, ২০১৬ সময়ঃ ১০:৩৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

22008-fireরাজধানীর উত্তরার ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারে লিফট ছিঁড়ে আগুন লাগার ঘটনায় এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো ২৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার সন্ধ্যার পর ৫ জনের মরদেহ উদ্ধার করার পর রাত সাড়ে ন’টার দিকে বেজমেন্ট থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হলে এ অগ্নিকান্ডে মৃতের সংখ্যা দাঁড়ায় ৬ এ। কিন্তু শনিবার  ভোর ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই মার্কেটের সহকারী জেনারেল ম্যানেজার মাহমুদুল হাসানের মৃত্যু হয়। আগুনে তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৭ জনে।

মাহমুদুল হাসানের ছেলেমেয়ের অবস্থাও আশংকাজনক।তার মেয়ে মেহনাজ হাসান মায়শার ৪৪ শতাংশ ও ছেলে মুনতাকিন হাসানের ২৩ শতাংশ শরীর পুড়ে গেছে বলে জানিয়েছেন ঢামেক বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শঙ্কর পাল।

শুক্রবার সন্ধ্যায় উত্তরা ৩ নম্বর সেক্টরে আলাউদ্দিন টাওয়ারের ১৬ তলা ভবনের ছয়তলায় লিফট ছিঁড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫ জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মুন্সীগঞ্জ সিরাজদিখানের মৃত দিল মোহাম্মদের মেয়ে কামরুল নাহার (৩০), ফরিদপুর নগরকান্দার বাচ্চু মিয়ার ছেলে রেজাউল ইসলাম (৩৫), শেরপুরের আনিসুর রহমানের স্ত্রী সালমা আক্তার (৪০), পাবনার আমিনপুরের মিজানুর রহমান (৫৩), জসিম ও শপিং মলের সহাকরী জেনারেল ম্যানেজার মাহমুদুল হাসান (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৬টার দিকে আলাউদ্দিন টাওয়ারের দোতলার লিফট হঠাৎ বিকট শব্দে নিচে পড়লে বিস্ফোরণ হয়। এ সময় মার্কেটে অবস্থানরত ক্রেতা ও ব্যবসায়ীরা ছোটাছুটি করতে থাকেন। বিস্ফোরণে ভবনে আগুন ধরে যায়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, পরে আরো নয়টি ইউনিট গিয়ে আগুন নেভানোর চেষ্টা চলায়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্মকর্তা বলেন, রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের উপপরিচালক মোজাম্মেল হককে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি-অপারেশন্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G