উত্তর কাট্টলীবাসীর ৫০% কোটার দাবিতে মানববন্ধন
চট্টগ্রাম প্রতিনিধি:
বন্দর নগরী ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানায় সমৃদ্ধ কাট্টলীতে বেকারত্ব দূর করতে প্রতিটি প্রতিষ্ঠানে চাকুরীতে কাট্টলীবাসীর জন্য ৫০% কোটার দাবীতে নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে সাগরিকা শিল্প অঞ্চল এলাকায় মানববন্ধন করেছে ।
উত্তর কাট্টলী নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান জনি সভাপতিত্বে প্রধান সমন্বয়ক মোঃ আউয়ুব আলী ও
সদস্য সচিব মোঃ ইকবাল জাবেদের সঞ্চালনা এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্হিত ছিলেন উত্তর কাট্টলী সাধারণ সচেতন নাগরিকবৃন্দ ও অবহেলিত শ্রমিক নেতৃবৃন্দরা।
মিজানুর রহমান জনি বলেন, শ্রমিকরা যদি বেকার হয়ে যায় তাহলে শিল্প অঞ্চল গুলো বন্ধ হয়ে যাবে। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে ।