উত্তর কোরিয়ার ড্রোনের সিউলে অনুপ্রবেশ

প্রকাশঃ ডিসেম্বর ২৭, ২০২২ সময়ঃ ১২:২০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

উত্তর কোরিয়া সোমবার দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় বেশ কয়েকটি ছোট ড্রোন পাঠিয়েছে। সিউলের কর্মকর্তারা বলেছেন, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীকে সংবেদনশীল সীমান্তের উত্তরে নিজস্ব মনুষ্যবিহীন নজরদারি বিমান চালায়।

দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তাদের মতে, উত্তর কোরিয়ার অনুপ্রবেশের প্রতিক্রিয়া জানাতে দক্ষিণ কোরিয়া ফাইটার জেট এবং অ্যাটাক হেলিকপ্টার পাল্টা আক্রমণ করেছে, কিন্তু কোনো ড্রোন নামাতে ব্যর্থ হয়েছে।

সোমবার গভীর রাতে সাংবাদিকদের সাথে কথা দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা বলেন, ড্রোনগুলির একটি উত্তর কোরিয়ায় ফিরে গেলেও, অন্য চারটির অবস্থা জানা যায়নি।

উত্তর কোরিয়ার ড্রোনগুলি সশস্ত্র ছিল কিনা তা স্পষ্ট নয়, যদিও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন, ড্রোনগুলির ছোট ছিল – যার ডানা মাত্র ২ মিটার।

উত্তর কোরিয়া ২০১৪ সাল থেকে অন্তত চারবার নজরদারি মিশনের জন্য দক্ষিণ কোরিয়ায় ক্ষুদ্র, অশোধিতভাবে নির্মিত ইউএভি পাঠিয়েছে, যদিও এটি পাঁচ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম অনুপ্রবেশ।

সোমবারের ঘটনাটি বিশেষভাবে নির্লজ্জ বলে মনে হয়েছিল, কারণ উত্তর কোরিয়ার ড্রোনগুলি দিনের বেশিরভাগ সময় ধরে দক্ষিণ কোরিয়ার জনবহুল এলাকাগুলির চারপাশে উড়েছিল বলে জানা গেছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তাদের মতে, প্রথম উত্তর কোরিয়ার ইউএভি স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে দক্ষিণ কোরিয়ার উত্তর-পূর্ব দ্বীপ গাংঘওয়ার কাছে সীমান্ত অতিক্রম করেছিল এবং অন্যরা দ্রুত অনুসরণ করেছিল।

কর্মকর্তারা আরো জানিয়েছে, ড্রোনগুলির মধ্যে চারটি গাংঘওয়ার কাছে উড়েছিল, অন্যটি সিউল মেট্রোপলিটন এলাকার উত্তর অংশে উড়েছিল, যা প্রায় ৫০ কিলোমিটার দূরে, স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত, ড্রোনের কোনোটি ধরা পড়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। দক্ষিণ কোরিয়ায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র : ভয়েজ অব আমেরিকা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G