উদ্বোধনী অনুষ্ঠানে মনোমুগ্ধকর অ্যাভাটার শো

প্রথম প্রকাশঃ অক্টোবর ২৮, ২০২২ সময়ঃ ৯:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৬ অপরাহ্ণ

ধন-ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা- গান দিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো অ্যাভাটার শো’র মধ্য দিয়ে ঘরোয়া হকির ইতিহাসে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’র আসর গড়ালো মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে নীল টার্ফে।

মাত্র পাঁচ মিনিটের মনোমুগ্ধকর অ্যাভাটার ড্যান্স শো’তে শুক্রবার সন্ধ্যায় নানাভাবে দেশীয় সংস্কৃতি তুলে ধরা হয়। কখনো গানের মাধ্যমে আবার কখনো মিউজিকের মাধ্যমে নানারকম ডি-প্লে’র মাধ্যমে অনুষ্ঠানটিকে আকর্ষণীয় করে তোলা হয়।

মনোমুগ্ধকর অ্যাভাটার শো’র সময় স্টেডিয়ামের ফ্লাটলাইট বন্ধ রেখে অনুষ্ঠানটি পুরো অন্ধকারে করা হয়। ড্যান্স পারফরমারদের গায়ে বিশেষ লাইটিং ডিজিটাল পোষাকে নৃত্য পরিবেশ উপস্থিত সবাইকে দারুণভাবে মুগ্ধ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানটি খুব সংক্ষিপ্ত হলেও ভীষণ আকর্ষণীয় ছিল।

অ্যাভাটার ড্যান্স শো’র পরপরই প্রধান অতিথি হিসেবে এ আসরের উদ্বোধন করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান।

উল্লেখ্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি টুর্নামেন্টে একমি চট্টগ্রাম, মেট্রো এক্সপ্রেস বরিশাল, মোনার্ক মার্ট পদ্মা, রূপায়ন সিটি কুমিল্লা, সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনা এবং ওয়াল্টন ঢাকা মোট ৬টি অংশ নিচ্ছে।

সূত্র : হকি ফেডারেশন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G