উবারের প্রেসিডেন্ট জেফ জোন্সের পদত্যাগ

প্রকাশঃ মার্চ ২১, ২০১৭ সময়ঃ ১১:৫৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৬ অপরাহ্ণ

অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবারের প্রেসিডেন্ট জেফ জোন্স পদত্যাগ করেছেন। মাত্র ৬ মাস এ পদে থেকে রোববার (১৯ মার্চ) দায়িত্ব পদত্যাগ করেন তিনি। খবর এপি।

উবার তাদের এক বিবৃতিতে জানিয়েছে, আমরা জেফকে আমাদের কোম্পানিতে ছয়মাস দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানাতে চাই এবং তাকে শুভকামনা জানাতে চাই।

জেফ জোন্স বলেন, তার মূল্যবোধ উবারের সঙ্গে খাপ খায়নি। তিনি বলেন, নেতৃত্বের প্রতি যে বিশ্বাস ও পদ্ধতি আমার ক্যারিয়ারকে এতদিন ধরে পরিচালিত করে এসেছে তার সঙ্গে আমি উবারে যে অভিজ্ঞতা অর্জন করেছি আর যা দেখেছি তার মিল নেই। এই কোম্পানিতে আমার পক্ষে আর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়।

উল্লেখ্য, বেশ কিছুদিন থেকেই একের পর এক অভিযোগের মুখে চাপে আছে উবার। নারী কর্মীদের যৌন হয়রানির পাশাপাশি যুক্তরাষ্ট্রের সিয়াটলে তালিকাভুক্ত ড্রাইভারদের ইউনিয়নবিরোধী প্রচারণা শোনায় বাধ্য করার অভিযোগ রয়েছে কোম্পানিটির বিরুদ্ধে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G