‘উল্কাবৃষ্টি’ দেখা যাবে আগামী সপ্তাহে

প্রকাশঃ আগস্ট ৬, ২০১৬ সময়ঃ ৬:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

image

আর ঠিক এক সপ্তাহ পর রাতের আকাশে দেখা যাবে আলোর ফুলঝুরি। ঝরে পড়বে প্রচুর আলোর ফুলকি। সেগুলো ছিটকে যাবে আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে।  ১১ অাগস্ট মধ্যরাতের পর থেকে ১২ অাগস্টের ভোর আর ১২ অাগস্ট মধ্যরাতের পর থেকে ১৩ অাগস্টের ভোর পর্যন্ত যে কোনও সময় আকাশে খালি চোখেই ওই আলোর ফুলঝুরি দেখা যাবে।

যাকে বলে, উল্কাবৃষ্টি। গত সাত বছরে গোটা বিশ্বে এত ভাল ভাবে উল্কাবৃষ্টি দেখার সুযোগ মেলেনি।

বর্ষার ভারী মেঘে আকাশ ঢেকে না থাকলে বা ওই দুই রাতে জমাট বাঁধা অন্ধকার এলাকায় না থাকলে আকাশে দেখা যাবে ওই আলোর ফুলঝুরি। ‘সুইফ্‌ট টার্টল’নামক ধূমকেতুর সৌজন্যে দেখা যাবে এই উল্কা বৃষ্টি।

প্লুটোর পর এই সৌরমণ্ডলের প্রায় শেষ সীমায় যে ‘ক্যুইপার বেল্ট’ রয়েছে, সেখান ছুটে আসছে ওই ধূমকেতু। ১৩৩ বছর অন্তর এক বার করে আসে ‘সুইফ্‌ট টার্টল’ ধূমকেতু।

ধূমকেতুর নিউক্লিয়াসের বেশ কিছুটা অংশ সূর্যের টানে ছিটকে বেরিয়ে আসে। সূর্যকে যে কক্ষপথে আবর্তন করছে ধূমকেতুটি, প্রতি বছর আগস্টে সেই কক্ষপথে অল্প কিছু সময়ের জন্য ঢুকে পড়ে পৃথিবীর কক্ষপথ। পৃথিবীর অভিকর্ষ বলে জড়িয়ে পড়ে ধূমকেতুর নিউক্লিয়াস থেকে ছিঁড়ে-ছিটকে ঘণ্টায় প্রায় এক লাখ ৩২ হাজার মাইল গতিবেগে বেরিয়ে আসে।

জানা যায়, বছরে এ রকম বেশ কিছু উল্কাপাতের ঘটনা ঘটে। তার মধ্যে দৃশ্যমানতা বা ঔজ্জ্বল্যের নিরিখে তিনটি উল্কাপাতের ঘটনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার একটি ‘পারসেড’ উল্কাবৃষ্টি। অন্য দুটি ‘লিওনেড’এবং ‘জেমিনিড’।

এই উল্কাবৃষ্টির সময় ধূমকেতুটির পিছনে যে নক্ষত্রপুঞ্জটি থাকে সাধারণত, তার নামেই ওই উল্কাবৃষ্টির নাম দেয়া হয়। এবারের উল্কাবৃষ্টির নাম ‘পারসেড মেটিওর শাওয়ার’।

এ বারে এই উল্কাবৃষ্টির ঘটনাকে এতটা বেশি গুরুত্ব দেওয়ার কারণ হিসেবে নাসার তরফ হতে জানানো হয়েছে, ‘‘সাধারণত, প্রতি ঘণ্টায় এমন আলোর ফুলকি আকাশে যতগুলো দেখা যায়, গাণিতিক হিসেব বলছে, এ বার দেখা যাবে প্রায় তার দ্বিগুণ। ঘণ্টায় ২০০টি। ২০০৯ সালের পর এই প্রথম ‘পারসেড উল্কাবৃষ্টি’ এতটা জোরালো ভাবে দেখা যাবে।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G