উস্কানি দিলে ব্যবস্থা: শেখ সেলিম
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম
সুশীল সমাজের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, তারা কিসের সুশীল? নাগরিক কমিটি অপরাধীদের আড়াল করতে সংলাপের কথা বলছে।
এদের কারা সুশীল বানিয়েছে? নিজেরা নিজেদের সুশীল দাবি করছেন তারা।
তিনি বলেন, এরা নিজেরা ঘরে বসে নিজেদের সুশীল বানিয়েছে। যারা জঙ্গি তৎপরতায় উস্কানি দেবে, তারা টকশো করুক আর মিষ্টি শো করুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
সোমবার বিকেলে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
মাহমুদুর রহমান মান্না ও সাদেক হোসেন খোকার ফাঁস হওয়া কথোপকথনের প্রসঙ্গ তুলে ধরে সেলিম বলেন, একজন বলেছেন বিশ্ববিদ্যালয়ে লাশ ফেললে সরকার উৎখাত করা যাবে। সরকার উৎখাত করে ক্ষমতায় যাওয়া যাবে। তাদের এই স্বপ্ন কোনদিনই বাস্তবায়িত হবে না।
প্রতিক্ষণ/এডি/রবি