ঋষি সুনাক ঐক্যের আহ্বান জানিয়েছেন

প্রকাশঃ অক্টোবর ২৫, ২০২২ সময়ঃ ৫:৫৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৮ পূর্বাহ্ণ

ঋষি সুনাক বিট্রিনের পরবর্তী প্রধানমন্ত্রী, “গভীর অর্থনৈতিক চ্যালেঞ্জ” এর মুখে ঐক্যের আবেদন জারি করেছেন। প্রতিদ্বন্দ্বী পেনি মর্ডান্ট এমপিদের কাছ থেকে যথেষ্ট সমর্থন পেতে ব্যর্থ হওয়ার পর তিনি টোরি নেতৃত্বের প্রতিযোগিতায় জয়ী হন।

তার প্রথম বক্তৃতায়, মিঃ সুনাক বলেছিলেন তার দল এবং যুক্তরাজ্যকে একত্রিত করা তার “সর্বোচ্চ অগ্রাধিকার” হবে। মিঃ সুনাক যুক্তরাজ্যের প্রথম ব্রিটিশ এশিয়ান প্রধানমন্ত্রী এবং ২০০ বছরেরও বেশি সময়ের জন্য সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হবেন।

মিঃ সুনাক – একজন ৪২ বছর বয়সী একজন হিন্দু। দেশটির রাজা কর্তৃক আনুষ্ঠানিকভাবে নিযুক্ত হওয়ার পর মঙ্গলবার অফিস গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। তিনি লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হন, গত সপ্তাহে লিজ অশান্ত সংসদের কারণে মাত্র ৪৫ দিন পর পদত্যাগ করেন।

অন্যদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেছেন, প্রেসিডেন্ট জো বিডেন বলেছেন তিনি মিঃ সুনাককে “তার অভিনন্দন জানাতে” ফোন করার পরিকল্পনা করছেনন। তবে সেটা রাজার সাথে তার বৈঠকের পর।

সূত্র : বিবিসি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G