‘এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তন হবে না’

প্রথম প্রকাশঃ এপ্রিল ১, ২০১৫ সময়ঃ ১১:৪২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

NAHIDসারা দেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে শিক্ষার্থীরা এইচএসসি ও সমমানের পরীক্ষা দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, কোন ভাবেই হরতাল-অবরোধকারীরা এইচএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন করতে পারবে না।

বুধবার সকালে রাজধানীতে এইচএসসি পরীক্ষার হল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার প্রায় ১০ লাখ শিক্ষার্থী শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।’

তিনি বলেন, লাগাতার অবরোধ আর দফায় দফায় হরতাল দিলেও জনগণ তা পালন করেনি। বরং রাস্তাঘাটে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় আমাদের যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে। তারা ক্ষমতায় যাওয়ার জন্য হরতাল-অবরোধ দিলেও কখনো তা হয়নি।

নাহিদ বলেন, ‘আমরা আগেও অনুরোধ করেছি, এখনো করছি। ভবিষ্যৎ প্রজন্মের পথে বাধা দেবেন না।’

তিনি বলেন, অবরোধে এইচএসসি পরীক্ষায় ছেলেমেয়েদের কেন্দ্রে পাঠানো নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন থাকলেও আজকের পর তা কেটে যাবে।

বিএনপির ধ্বংসাত্মক কর্মসূচির মধ্যে এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এইচএসসিও সম্পন্ন হবে। পরীক্ষার ফলাফলও যথাসময়ে দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

প্রতিক্ষণ/এডি/রিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G