এই বর্ষায় পরিপূর্ণ আপনি

প্রকাশঃ আগস্ট ১, ২০১৫ সময়ঃ ৪:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৪ অপরাহ্ণ

1634588বর্ষা ভালোবাসেন না এমন মানুষ পাওয়া ভার। কিন্তু এই বৃষ্টিভেজা বর্ষায় সাজ পোশাক নিয়ে নানা সমস্যায় পড়তে হয় সবাইকে।

এসব সমস্যার সমাধান দিতেই আমাদের আজকের প্রয়াস। চলুন জেনে নিই কীভাবে এই বর্ষায় আপনি পরিপূর্ণ হয়ে উঠতে পারেন।

১. চুলের যত্ন

চুলের যত্ন বর্ষায় বিশেষভাবে নেওয়া প্রয়োজন৷ এই সময় চুbrishti 4ল শুষ্ক হয়ে যায়৷ চুল ওঠার প্রবনতাও বেড়ে যায়৷ প্রতি মাসে একবার করে চুল ট্রিম করিয়ে নিন৷

এতে চুল কম উঠবে৷ চুলে হট অয়েল ম্যাসেজ করুন৷ তাতে চুল রুক্ষ হবে না৷ চুলে প্রোটিন সরবরাহ হবে৷ আপনার চুলে বর্ষায় একটু উজ্জ্বল রঙ করতে পরেন৷

পুরো চুলে না করে এক একটা স্ট্রিপ হাইলাইট করে নিন৷ তাতে আপনাকে বেশ ফাংকি লাগবে৷

২. নখের যত্ন

বর্ষায় নখের যত্ন নেওয়া দরকার৷ বিশেষত পায়ের নখের যত্ন করুন৷ বর্ষায় পেডিকিওর মাস্ট৷ হাতের নখকে সুন্দর শেপ করে কাটুন৷ এরপরে সুন্দর উজ্জ্বল রঙের নেল পালিশ লাগিয়ে নিন৷ সুন্দর নেল আর্ট করুন৷

৩. brolly-collageমুখের মেক আপ

বর্ষায় মুখে বেশি চড়া মেক আপ  নিবেন না। এই সময় হল্কা মেক আপ করুন৷ বৃষ্টির সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘামও বেশি হয়৷

তাতে আপনার মেক আপ নষ্ট হয়ে যেতে পারে৷ মুখে অতি অবশ্যই ওয়াটার প্রুফ মেক আপ ব্যবহার করুন৷ ম্যাট ফিনিশের মেক আপ বর্ষায় ভালো লাগে৷brishti 5

৪.বর্ষার পোশাক

বৃষ্টির সময় আপনার ওয়েস্টার্ন কালেকশনকে ব্যবহার করুন এই সময়৷ ন্যারো প্যান্ট, সর্ট স্কার্ট এই সময় সামলানোও সহজ, দেখতেও ভালো লাগে৷ ফাংকি ছাতা ব্যবহার করতে পারেন৷

৫. বর্ষার জুতা

বর্ষায় একের বেশি জুতা অবশ্যই সঙ্গে রাখুন৷ কখন রাস্তায় আপনার জুতো ভিজে গিয়ে ছিঁড়ে যেতেই পারে যে কোনও সময়৷ বর্ষায় প্লাস্টিক বা নন লেদার মেটিরিয়লের জুতা পরুন৷

প্রতিক্ষণ/এডি/তাজিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G