এই বিশ্বকাপে বাংলাদেশের প্রাপ্তি ও করণীয়

প্রথম প্রকাশঃ নভেম্বর ৭, ২০২২ সময়ঃ ১২:০৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৬ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবার তামিম, রিয়াদ আর ‍মুশফিক-হীন অনভিজ্ঞ একটি দল নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছে। দেখার ছিল একা সাকিব নির্ভর টাইগার বাহিনী কত কি করতে পারে। একে বারে খারাপ হয়নি। ৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট, মন্দের ভাল অবশ্যই। ১৫ বছর পর টি২০ বিশ্বকাপে জয় পেয়েছে। সুপার-১২ থেকে বাদ, তাই এবার চাওয়া আর পাওয়া সঙ্গে কে কি করেছে সেটা হিসেবটাই মেলানোর সময় এসেছে। তিনটি পয়েন্ট প্রাপ্তি, অপ্রাপ্তি আর আগামীতে করনীয় কি?

 বিশ্বকাপে টাইগাদের প্রাপ্তি :
১) শান্তর ফর্মে ফেরা ( যদিও কোনো কাজের কাজ হয় নি)
২) লিটন যে ওপেনিং এ বেস্ট তার প্রমান করা
৩) তাসকিনের ফর্মে ফেরা
৪) মোস্তাফিজ এর ফর্মে ফেরা যদিও উইকেট পান নি বাট ইকেনোমি ধরে রেখেছিলে
৫) হাসান মাহমুদ এর বোলিং ধার কতটুটু তার প্রমান দেওয়া

বাংলাদেশের অপ্রাপ্তির জায়গা :
১) কোনো খেলোয়াড় দল থেকে বাদ গেলে কোথাও পারফর্ম না করে দলে নেওয়া ঠিক না তার প্রমান বিশেস করে সৌম্য
২) সেহান ও মোসাদ্দেকের লর্ড এর খাতায় নাম দেওয়া
৩) ইয়াসির রাব্বি অফফর্ম
৪) আফিফ সাকিব এর অফফর্ম
৫) শরিফুলের অফফর্ম

বাংলাদেশের করনীয় :
১) লিটনকে ওপেনিংয়ে সেট করা এবং উইকেট কিপিং এর দায়িত্ব দেওয়া
২) সোহান এর জায়গায় শামীম পাটোয়ারী কে দলে অন্তর্ভুক্ত করা
৩) মেহেদী মিরাজ থেকে টি২০ তে মাহেদী অনেক ভালো সো মাহেদী হাসান কে অন্তর্ভুক্ত করা
৪) সৌম্যসরকারের জায়গায় ইমন ই বেস্ট হবে যেহেতু ইমন পর্যাপ্ত সুযোগ পায় নাই
৫) মোসাদ্দেক ও রাব্বির বেকআপ হিসেবে আকবর আলী কে অন্তর্ভুক্ত করা
৬) শরিফুলের বেকআপ হিসেবে মৃত্যুন্জয় চৌধুরী কে অন্তর্ভুক্ত করা

সবথেকে বড় কথা বাংলাদেশের মাঠ আরও ব্যাটিং ফ্রেন্ডলি করতে হবে এবং টি২০ জন্য বিপিএল ছাড়া আরও একটা বা দুইটা ঘড়োয়া টুর্নামেন্ট করতে হবে জাতীয় দলের খেলয়াড় ছাড়াই তবে আরও নতুন খেলোয়াড় উঠে আসবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G