একই সঙ্গে ৪টি ‘রংধনু’

প্রকাশঃ জুন ১, ২০১৫ সময়ঃ ৮:০৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

রংধনুরংধনুর নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে নীল আকাশে ৭টি রংয়ের সংমিশ্রণের ছবি। আকাশে রংধনু উঠলে সেখানে ১টি রংধনুই দেখা যায়।
অনেক সময় ২টি রংধনু দেখা গেলেও একটি অস্পষ্ট আকারে থাকে।

কিন্তু নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির আকাশে কয়েকদিন আগে দেখা গেল ২ জোড়া রংধনু। অর্থাৎ একই সময়ে সেখানে ৪টি রংধনু উঠতে দেখা গেছে।

সেই ৪টি রংধনুর ছবি ক্যামেরাবন্দি করেছেন ‘আমান্দা কুর্টস’ নামের এক মহিলা। ৪টি রংধনুর মধ্যে ১টি ঝাপসা দেখা গেলেও বাকী ৩টি রংধনু ছিল স্বচ্ছ ও পরিষ্কার।

খালি চোঁখে সূর্যের আলো সাদা দেখালেও আসলে কিন্তু তা সাতটি রঙ নিয়ে তৈরী।

সাতটি ভিন্ন-ভিন্ন রংয়ের আলো মিলে সাদা আলো হবার এই ঘটনা, ১৬৬৬ সালে সর্ব প্রথম চোখে পড়েছিল পদার্থবিজ্ঞানের স্যার, আইজ্যাক নিউটনের।

কাঁচের একটা প্রিজম দিয়ে তিনিই প্রথম দেখিয়েছিলেন যে, সূর্যের আলো আসলে বেগুনী, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা আর লাল রঙের একটা মিশ্রণ মাত্র।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G