ক্রীড়া প্রতিবেদক
এই সিরিজ শুরুর আগের দিন ৩ ডিসেম্বর মিরপুরের উইকেটের পাশে বাংলাদেশ-ভারত দুই দেশের অধিনায়ক মিলে ট্রফি উন্মোচণ করেন। সেদিন লেখা হয়েছিল ‘ট্রফি তুমি কার?। আজ বলা যায় ‘ট্রফি তুমি বাংলাদেশের। সিরিজ তো পকেটে জমা হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে ভারতকে কি বাংলা ওয়াশ সম্ভব? এর জন্য ১০ ডিসেম্বর অবদি অপেক্ষা। যদি সম্ভব হয় তাহলে এটা হবে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ইতিহাস রচনা। বাংলাদেশে ভারতকে বাংলা ওয়াশ তথা হোয়াইটওয়াশ করবে এটা স্বপ্নই।
এ যেন ২০১৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে সেই নেক্কার জনক ভারতের জয়, ২০১৬ সালে টি২০ বিশ্বকাপের ঘটনা, ২০১৯ সালেও একই ঘটনার পর ২০২২ সালে অস্ট্রেলিয়া টি২০ বিশ্বকাপে লজ্জাজনক জয়েরে প্রতিশোধই এটা।
এতে প্রমাণিত হয়ে গেল ভারত আইসিসির ছায়া ছাড়া বাংলাদেশের সাথে সহজে পেরে উঠে না। এর প্রমানটা বাংলাদেশ প্রথম দিযেছে ২০১৫ সালে আর এবার ২০২২ সালে। মোট ৫ বার সিরিজ খেলে বাংলাদেশ ভারতের বিপক্ষে ২ বার সিরিজ জিতেছে।
২০০৪ সালে বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে
২০০৭ সালে বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে
২০১৪ সালে বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে
২০১৫ সালে বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে
২০২২ সালে বাংলাদেশ জিতেছে ????????????? ব্যবধানে