একটি টাচ স্ক্রিন রিমোটে চলবে বাড়ির সব যন্ত্র
আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম
ঘরের ডিভিডি, টেলিভিশন বা নেটফ্লিক্স দেখতে বেশ কিছু রিমোট ব্যবহার করতে হয় আপনাকে? আরএতগুলো রিমোট ব্যবহারের যন্ত্রণা কমাতে এসেছে ‘রে সুপার রিমোট’। বাড়ির যাবতীয় বিনোদন ব্যবস্থার রিমোট কন্ট্রোল হিসাবে এই একটি যন্ত্রই যথেষ্ট।
আগামী মে বা জুন মাসে বাজারে আসবে এটি। দাম পড়বে ১৯৯ ডলার। এই রিমোটের ব্যাটারি একটানা ১০ দিন পর্যন্ত চলবে। একে চার্জারে দিয়ে রিচার্জ করে নেওয়া যাবে। আগে থেকেই অর্ডার দেওয়া যাবে এই ঠিকানায়- http://www.ray.co.তবে সর্বাধিক উপকার পেতে ওয়াই-ফাই সিস্টেম এবং পে-টিভি বক্স প্রয়োজন হবে। তবে এটাই স্মার্ট রিমোট কন্ট্রোলের প্রথম প্রচেষ্টা নয়। এর আগে লজিটেক এবং কয়েকটি ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান ইউনিভার্সাল রিমোট কন্ট্রোল বানিয়েছে। পাশাপাশি স্মার্টফোনেও কয়েকটি অ্যাপ রিমোট কন্ট্রোলের কাজ করে। তবে প্রায় তিন বছরের গবেষণায় ‘রে সুপার রিমোট’ বানানো হয়েছে।
বাজারের অন্যান্য যন্ত্রের চেয়ে অনেকে উন্নত করে বানানো হয়েছে এটি।
এর মাধ্যমে টেলিভিশন, ক্যাবল বক্স, ডিভিআর, ভিডিও গেম কনসোল এবং ইন্টারনেট স্ট্রিমিং প্লেয়ার নিয়ন্ত্রণ করা যাবে। এমনকি এতে এমন সফটওয়্যার দেওয়া রয়েছে যা ব্যবহারকারীর চাহিদা জানবে এবং সে অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করবে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, এই রিমোটটি বাজারের প্রায় ২ লাখ যন্ত্রের
রিমোট কন্ট্রোল হিসাব কাজ করতে সক্ষম। ব্যবহারকারীরা যন্ত্রটিকে জানাতে পারবেন, তাদের আরো কি কি চাহিদা রয়েছে। এর পাঁচ ইঞ্চি পর্দা দেখাবে কি কি কাজ করার সামর্থ্য এর রয়েছে।
প্রতিক্ষণ/এডি/জয়