একটি শিশু কিন্তু মাথা দুটো!

প্রকাশঃ নভেম্বর ১৪, ২০১৫ সময়ঃ ৮:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০১ পূর্বাহ্ণ

জেলা প্রতিনিধি

childপৃথিবীতে এমন অনেক অবিশ্বাস্য ঘটনা অনেক সময় ঘটে যায় যা নিজ চোখে দেখলেও কেমন যেন অবিশ্বাস্যই মনে হয়। তেমনি এক ঘটনা, একটি শিশু কিন্তু মাথা দুটো! এমন ঘটনা গল্পে শোনা গেলেও বাস্তবে ঘটে গেল এমনই একটি বিরল ঘটনা। যার স্বাক্ষী হয়ে থাকল বাংলাদেশ।

বুধবার বাংলাদেশের হাসপাতালে একটি শিশু জন্মায়। যার মাথা দুটো। পরিবারের তরফ থেকে জানা গেছে, শিশুটি মেয়ে। জন্মানোর পর থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে থাকে শিশুটি। বাংলাদেশের ব্রাহ্মণবাড়ীয়ার একটি হাসপাতালে জন্ম হলেও শ্বাস কষ্টের জন্য ঢাকার একটি বিখ্যাত হাসপাতালের ইনসেন্টিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে শিশুটিকে।

শিশুটির বাবা জামাল মিয়াঁ জানান, ‘যখন তিনি তাঁর মেয়েকে দেখেন তখন তিনি অবাক হয়ে যান। তার দুটো মাথা। সে খাবার খায় দুটো মুখ দিয়ে এবং নিঃশ্বাস নেয় দুটো নাক দিয়েই।’ তিনি আরও জানান, ‘যে এখন তিনি বেশ কিছুটা খুশি। কারণ মা এবং বাচ্চা আপাতত ভালই আছে।’
হাসপাতালের মালিক জানান, ‘বাচ্চাটির দুটো মাথা ছাড়া দেহের বাকি সমস্ত অঙ্গই একটি করেই রয়েছে।’
প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G