একদল শিশুকে পেটাল বোটানিক্যাল গার্ডেনের দুই মাস্তান (ভিডিও)

প্রকাশঃ জুন ৫, ২০১৬ সময়ঃ ১:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

aaa

বাচ্চাগুলো ঢাকার কোন এক স্কুলের ছাত্র হবে । বোটানিকেল গার্ডেন দেখার শখ কিন্তু পকেটে টাকা নেই। কারো সহায়তা নিয়ে বা কোন এক ফাঁক দিয়ে ঢুকে পরেছিল বোটানিকেল গার্ডেনে। কিন্তু ধরা পরে গেল বোটানিকেল গার্ডেনে রাজত্ব করা সন্ত্রাসীদের হাতে। বাচ্চাগুলোকে লাইনে দাড় করিয়ে নির্মমভাবে পেটালো।

দুই একজন পথচারী এগিয়ে গিয়ে অনুরোধ করেছেন না মারার জন্য। তাদের তোয়াক্কা না করে উল্টো ধমকে দিয়ে তাদের তাড়িয়ে দেয়া হল! আমার প্রশ্ন এই কয়টা বাচ্চা ছেলে টিকিট না করাতে এদের ধান্দাবজির কতো টাকা লস হয়ে গেল যার কারনে এই নির্মম অত্যাচার।

ঠিক এ রকম ভাবেই একজন ফেসবুক ব্যবহারকারী এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন। ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে।

দেশে এখন লক্ষণীয় হারে শিশু নির্যাতনের সংখ্যা বাড়ছে। সবাই পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তেক্ষেপ দাবি করছেন। প্রত্যকেই যারা ভিডিওটি দেখেছেন তারা সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

শিশুদের প্রতি এই ধরনের আচরণ দিন দিন বেড়েই চলছে। গত বছর পিটিয়ে শিশু-কিশোরকে হত্যার পরপর কয়েকটি ঘটনা ঘটলো। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা সিলেটের রাজন হত্যা। এসব ঘটনায় আদালত দোষীদের কঠোর শাস্তির রায়ও দিয়েছেন। কিন্তু একটি মামলারও নিষ্পত্তি হয়নি। বলতে গেলে সবকটি ঘটনাই এখন আড়ালে চলে গেছে। হয়তো এরকমটিই চাওয়া হয়েছিল! তা না হলে বারবার এমন ঘটনা ঘটে কী করে!

আমরা প্রাপ্তবয়স্করা নিজেদের সভ্য দাবি করি কিন্তু শিশুদের জন্য একটি নিরাপদ শহর আজও উপহার দিতে পারিনি। এভাবে শিশুদের প্রতি অমানবিক নির্যাতন চলতে থাকলে এক সময় এটি বৃহৎ পরিসরের একটি সমস্যা হয়ে দাঁড়াবে। আামদের নিজ নিজ স্থল থেকে যদি এসবের বিরুদ্ধে রুখে না দাঁড়াই তবে কখনোই এসব সমস্যার পরিবর্তন আনা সম্ভব হবে না।

প্রতিক্ষণ/এডি/অারএম

https://www.youtube.com/watch?v=l4biSVHBO9Y

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G