একদিনের রিমান্ডে গাজীপুরের বরখাস্ত মেয়র মান্নান
প্রতিক্ষণ ডেস্কঃ
আদালত গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক রখাস্তকৃত মেয়র অধ্যাপক এম এ মান্নানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। টঙ্গী থানার নাশকতার মামলায় আজ দুপুরে গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক এ আদেশ দেন।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, টঙ্গী থানা এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের মামলায় অধ্যাপক এম এ মান্নানকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিঠু শেখ। শুনানি শেষে গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বিচারক মো. শহিদুল ইসলাম একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
চলতি বছরের ১৫ এপ্রিল রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গাড়িতে অগ্নিসংযোগের মামলায় পুলিশ এম এ মান্নানকে গ্রেপ্তার করে। এদিকে একই তারিখে টঙ্গী ও কালিয়াকৈর থানার গাড়িতে অগ্নিসংযোগসহ নাশকতার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে গাজীপুরে বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত বছরের ১১ ফেব্রুয়ারি মেয়র এম এ মান্নানকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আদালত কতৃর্ক অভিযোগপত্র গৃহীত হলে ওই বছরের ১৯ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁকে সাময়িক বরখাস্ত করে। গ্রেপ্তারের পর থেকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ।
এদিকে গত ২ মার্চ অধ্যাপক মান্নান জামিনে মুক্তি পান। তাঁকে সাময়িক বরখাস্ত করে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ ১১ এপ্রিল ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। পরে ১৩ এপ্রিল রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টে আপিল করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন। এদিকে অপর একটি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হলে ১৯ এপ্রিল তাঁকে ফের সাময়িক বরখাস্ত করা হয়।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া