বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
তাহসান ও মেহজাবিন একসঙ্গে ‘রিটার্ন’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। এক বছরের মধ্যে তাদের আর একসাথে কাজ করা হয়নি।
তবে প্রায় এক বছর পর আবারো একসঙ্গে একটি নাটকের কাজে কক্সবাজারে অবস্থান করছেন। ৬মার্চ থেকে কক্সবাজারের বিভিন্ন জায়গায় নতুন এ নাটকের অভিনয় করছেন তারা।
রাজীব আহমেদের রচনা ও পরিচালনায় নাটকটি হজলেও এখনও তার নাম ঠিকানা নিশ্চিত হয়নি
অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘এটা তাহসান ভাইয়ের সাথে দ্বিতীয় কাজ। গল্পে আমি ইশা ও তাহসান ভাই আবির চরিত্রে অভিনয় করেছি। একটা হানিমুন কাপলের গল্প। কক্সবাজারে যাবার পর নানা ঘটনা ঘটতে থাকে। তাহসান ভাইয়ের সাথে কাজ করতে বেশ ভালো লাগে। আশরা করি নাটকটি সবার ভালো লাগবে।’
প্রতিক্ষণ /এডি/রানা