একুশ; অন্ধকারে আলোক শিখা হয়ে জ্বলে ওঠো

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৭ সময়ঃ ১:৩০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২১ পূর্বাহ্ণ

শারমিন আকতার:

21-februaryঅন্ধকারে আলোক শিখা হয়ে জ্বলে ওঠো যে আলো আমাদের পথ দেখাবে আগামীর পথভ্রষ্টদের তোমার পথে ফিরিয়ে আনতে। ফিরে এসো তুমি আমাদের মাঝে, যেভাবে ছিলে সালাম, রফিক, বরকতের মনে।

এখনও ফুরিয়ে যায়নি সময়, হারায়নি পথ, ভুলিনি সুদূরের স্মৃতি। শুধু একবার চোখ তুলে দেখ; তোমার সালাম, বরকত, রফিকের রক্তের ঋণ শোধ করবো আমরা। কথা দিচ্ছি, তোমাদের বুকের রক্ত দিয়ে আঁকা অ, আ, ক, খ এর সম্মান ফিরিয়ে আনবো। 

ভীরুর মনে শক্তি দাও শিকল ভেঙে বেরিয়ে আসতে। অন্ধের চোখে জ্যোতি দাও দুচোখ ভরে বৈচিত্রময় বর্ণমালার সৌন্দর্য দেখতে। পাষাণের বুকে মমতা দাও বাংলাকে অসীম ভালবাসার বন্ধনে জড়িয়ে রাখতে। 

আজ এই দিনে শপথ করছি তোমাদের নামে, একুশ কখনও মাথা নত করবে না; হোক সে স্বদেশী কিংবা পরদেশী কারো কাছেই। একুশ আমাদের অহংকার। বেঁচে থাকার প্রেরণা। মাথা উঁচু করে বাংলায় কথা বলবার সাহস। একুশ মানে শহিদ মিনার, একুশ মানেই বাহান্নের ভাষা আন্দোলন, একুশেই খুঁজে পাই হৃদয়ের স্পন্দন আর সেই অমর অমিয় গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’?

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G