এক ঘণ্টার বেশি গান শুনলেই কানের ক্ষতি

প্রকাশঃ মার্চ ১৫, ২০১৫ সময়ঃ ১১:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৭ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম

headphone_54829দিনে এক ঘণ্টার বেশি গান শুনতে বারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । বিশেষ করে যারা সারাদিন কানে হেডফোন গুঁজে মাথা ঝাঁকিয়ে চলেছেন, তাদের জন্যই এ সতর্কবাণী।

এক ঘণ্টার বেশি গান শুনলেই বড় ক্ষতি হতে পারে শ্রবণযন্ত্রের।

বিশেষ করে স্মার্টফোন ও এমপিথ্রি প্রজন্মের মধ্যেই এ প্রবণতা বেশি।

ডাব্লিউএইচও তাদের প্রতিবেদনে বলেছে, এই মুহূর্তে কানের ক্ষতির আশঙ্কায় আছে ১১০ কোটি মানুষ। গান শোনার কারণে ১২-৩৫ বছর বয়সী প্রায় ৪ কোটি ৩০ লাখ মানুষের এরইমধ্যে শ্রবণশক্তি হ্রাস পেয়েছে এবং ক্ষতিটা দিনে দিনে বেড়েই চলেছে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, মার্কিন টিনএজারদের মধ্যে ১৯৯৪ সালে কানের সমস্যায় আক্রান্ত ছিল ৩.৫ শতাংশ, ২০০৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছিল ৫.৩ শতাংশে।

উন্নত বিশ্বের তরুণ-তরুণীদের ক্লাবে বেশি সময় কাটানোর ব্যাপারেও সতর্ক করেছে সংস্থাটি। জানিয়েছে ওই আক্রান্তদের ৪০ শতাংশই কানের বারোটা বাজিয়েছে ক্লাবে গিয়ে বিকট শব্দে গান শুনে।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G