এক মাসের মধ্যে বিচার বিভাগের আমুল পরিবর্তন

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ১:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৩ অপরাহ্ণ

sk sinha 2সুপ্রীম কোর্টের আমুল পরিবর্তন করা হবে এবং আগামী এক মাসের মধ্যে তা দৃশ্যমান হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে রবিবার সকালে হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পুজা পরিদর্শন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বর্তমানে বিদ্যমান বেশিরভাগ আইনই সেকালের। এ সব আইন সংশোধনের দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এস কে সিনহা হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে রোববার সকাল থেকে তিনি রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার এসএম কুদ্দুস জামান সাংবাদিকদের জানান, রোববার প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত পূজা, ঢাকা আইনজীবী সমিতি এবং অফিসার্স ক্লাবের পূজামণ্ডপ পরিদর্শন করেন। প্রধান বিচারপতির স্ত্রী এবং হাইকোর্টের বিচারপতি আশীষ রঞ্জন দাস এসময় তার সঙ্গে ছিলেন।

প্রতিক্ষণ /এডি/বাবর

 

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G