এক স্থপতি নারীর জয়গান
প্রতিক্ষণ ডেস্ক
২০০৪ সালে প্রথম নারী হিসেবে স্থপতির নোবেল বলে পরিচিত ‘প্রিৎস্কার প্রাইজ’ জেতেন ৬৫ বছর বয়সি ইরাকি-ব্রিটিশ স্থপতি জাহা হাদিদ৷ আজ থাকছে তাঁর নকশা করা কয়েকটি স্থাপত্যের ছবি৷
কোথায় যাচ্ছে জাহাজটি?
দেখেতো জাহাজই মনে হচ্ছে তাই না? কিন্তু আসলে এটি হংকং পলিটেনিক ইউনিভার্সিটির একটি ভবন৷ সেখানে ঐ বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অফ ডিজাইন’ বিভাগটি অবস্থিত৷ হংকং যে দিন দিন এশিয়ায় ডিজাইন শিল্পের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে, ভবনটির এরকম নকশার মাধ্যমে সেটাই নাকি তুলে ধরতে চেয়েছেন হাদিদ৷
যেভাবে শুরু
শুরুতে হাদিদ যে ধরনের স্থাপনার কথা বলতেন সেগুলো বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করা হতো৷ কিন্তু ছবিতে যা দেখছেন সেটা হাদিদের চিন্তার প্রথম ফসল৷ জার্মানির ভাইল আম রাইন শহরে অবস্থিত আসবাবপত্র প্রস্তুতকারক ভিটরা-র দমকল অফিসটিই হাদিদকে আলোচনায় নিয়ে আসে৷
স্বৈরশাসকের জন্য?
ঢেউ খেলানো এই ভবনটি আজারবাইজানের ‘হায়দার আলিয়েভ সংস্কৃতি কেন্দ্র’৷ দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তাঁর বাবা হায়দারের স্মরণে কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন৷ স্বৈরাচারী মনোভাবের কারণে মানবাধিকার কর্মীরা ইলহামের সমালোচনা করে থাকেন৷
দারুণ দৃশ্য!
ছবিতে যে বারান্দা দেখছেন সেটা ২,২৭৫ মিটার উঁচুতে অবস্থিত৷ ইটালির ক্রোনপ্লাৎস পর্বতের চূড়ায় পাহাড় কেটে একটি যাদুঘর তৈরি করেন রাইনহোল্ড মেসনার৷ এর নকশা করেন হাদিদ৷ মেসনার হলেন প্রথম পর্বতারোহী যিনি বিশ্বে ৮ হাজার মিটার উঁচু যতগুলো (১৪টি) পর্বত রয়েছে তার সবকটিতে আরোহণ করেছেন৷
আধুনিক নকশা
দেখছেন বেইজিং এর ‘গ্যালাক্সি সোহো’৷ ১৫ তলা বিশিষ্ট চারটি উঁচু ভবন৷ এক ভবন থেকে আরেক ভবনে যাওয়ার জন্য হাঁটার রাস্তা ও ফুটব্রিজ তৈরি করা হয়েছে৷ ২০১২ সালে এটির নকশা করেন হাদিদ৷ ভবনগুলোতে অফিস আর বিভিন্ন রিটেল স্টোর অবস্থিত৷
জার্মান স্থাপত্য পুরস্কার
লাইপসিশ শহরে বিএমডাব্লিউর এই ভবনের নকশা করে জার্মান আর্কিটেকচার প্রাইজ জেতেন হাদিদ৷ তিনি তাঁর নকশায় অফিস কমপ্লেক্স আর উৎপাদনস্থলের মধ্যে যোগসূত্র স্থাপন করেন৷
বাগদাদে জন্ম
২০০৪ সালে প্রথম নারী হিসেবে স্থপতির নোবেল বলে পরিচিত ‘প্রিৎস্কার প্রাইজ’ জেতেন হাদিদ৷ এর বাইরে আরও অনেক পুরস্কার জিতেছেন তিনি৷ সবশেষ গত সেপ্টেম্বর মাসে ‘রয়েল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টস’ তাঁকে গোল্ড মেডেল প্রদান করে৷ ১৯৫০ সালে ইরাকের বাগদাদে জন্ম নেয়া হাদিদ এখন লন্ডনে বাস করেন৷
সূত্রঃ ডয়েচে ভেলে