এখন থেকে ফেবুতে হবে গ্রূপ ভিডিও চ্যাট!
ফেসবুকের কাছে বার বার অনুরোধ আসছিল গ্রূপ ভিডিও কল ফিচারের জন্য,যদিও ভিডিও কল ফিচার আগেই ছিল। এ বার সেই অনুরোধ রেখেই ম্যাসেঞ্জারে গ্রূপ ভিডিও কল ফিচার নিয়ে এল ফেসবুক।
সোমবার ফেসবুকের এক ব্লগ পোস্টে বলা হয়, প্রতি মাসে সাড়ে ২৪ হাজার মানুষ ফেসবুক ম্যাসেঞ্জারে ভিডিও কল করেন। গ্রূপ ভিডিও চ্যাটের সাহায্যে এক সঙ্গে ৬-৫০ জন পর্যন্ত কথা বলতে পারবেন।
এই ফিচার ব্যবহারের উপায়
-ফেসবুক ম্যাসেঞ্জারের লেটেস্ট ভার্সন আপডেট করুন।
-আগের গ্রূপ কনভারসেশন চালু করতে পারেন বা নতুন ক্রিয়েট করতে পারেন।
-স্ক্রিনের ডান পাশে উপরের দিকে ভিডিও চ্যাট এন্টার করলে ওই গ্রূপের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছবে। নোটিফিকেশন -ট্যাপ করলেই ওই সদস্যরা ভিডিও চ্যাটে অংশ নিতে পারবেন।
-যদি সব সদস্যকে ভিডিও চ্যাটে না চান তাহলে কয়েকজনকে আলাদা করে কলও করে নিতে পারবেন।
প্রতিক্ষণ/এডি/তাজিন