‘এখানে ছবি তুলে চলে যাবো’ : ডাকসু ভিপি নুর (ভিডিওসহ)

প্রথম প্রকাশঃ মার্চ ২৯, ২০১৯ সময়ঃ ৯:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৮ অপরাহ্ণ

‘এখানে ছবি তুলে চলে যাবো’, বনানীর এফ আর টাওয়ারের ভেতরে যখন আগুন আর ধোঁয়ায় মানুষ ছটপট করছিল; ঠিক তখন উৎসুক মানুষের ভীড় ঠেলে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুর গেলেন বক্তব্য দিতে। তাকে রাস্তা করে দেওয়ার জন্য তার সঙ্গে থাকা লোকজন তখন মহাব্যস্ত। রাস্তা করে দিতে ‘সাইড হন, সাইড হন ভাই’, বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় তাকে সেখানে না দাঁড়ানোর জন্য বলা হলে তিনি হেসে বলেন, ‘এখানে ছবি তুলে চলে যাবো’।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বনানীর অগ্নিকান্ড সংঘটিত এলাকায়।

নুরুর বক্তব্য চলাকালীন অবস্থায় তার সঙ্গে আসা লোকজন অন্যদের ধমক দিয়ে বলেন, ‘সাইড টক করবেন না’। নুরের বক্তব্য শেষ হওয়ার পরপরই পাশ থেকে বলা হয় ‘এই তালি তালি’।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফ আর টাওয়ারে আগুন লাগে। ২৩ তলা ভবনটির ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করে রাতে আগুন নেভাতে সক্ষম হয়।

 

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G