এটা দেশপ্রেম, ভারত বিদ্বেষ নয়

প্রথম প্রকাশঃ আগস্ট ৪, ২০১৬ সময়ঃ ১২:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

1238762_10151870577074513_801679007_n

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৩ আগস্ট কলকাতায় একটি কনসার্টে বাংলাদেশের বিখ্যাত এবং জনপ্রিয় ব্যান্ড মাইলস-এর গান গাওয়ার কথা ছিল। একই মঞ্চে কলকাতার ‘ফসিলস’ ব্যান্ডের ভোকাল রূপম ইসলামেরও গান গাওয়ার কথা।

তবে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে রূপম লেখেন, মাইলসের সঙ্গে একই মঞ্চে গান করবেন না। মাইলস গাইলে তার ব্যান্ড ‘ফসিলস’ গাইবে না, মাইলসকে বয়কট করতে হবে।

বিবিসি জানিয়েছে, ভারতবিরোধী মন্তব্য করেছে মাইলস এ অভিযোগে সামাজিক মাধ্যমে প্রচারণা চালানো হয়। ওই প্রচারে অংশ নেয় কলকাতাভিত্তিক ব্যান্ড ফসিলস। মাইলস ওই অনুষ্ঠানে অংশ নিলে ফসিলস অংশ নিতে অস্বীকৃতি জানায়।

এদিকে মাইলসের অন্যতম সদস্য শাফিন আহমেদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, মাইলসই কলকাতার ওই কনসার্টে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শাফিন আহমেদ বলেন, ‘ফেসবুকের প্রোফাইল একান্ত আমার। বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে দেশের ক্ষতি হয়, এমন বিষয় নজরে এলে সেটা নিয়ে কথা বলার, লেখার অধিকার আমার আছে। ক্রিকেট ম্যাচ হলে আমি বাংলাদেশকে সমর্থন করে দুটো কথা লিখতেই পারি। এটা ভারত বিদ্বেষ নয়, এটা দেশপ্রেম। কিন্তু মাইলস গান গাইতে যাবে, সেখানে এ বিষয়গুলোর প্রতিফলন হবে কেন?’

শাফিন আরও বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেট চলাকালে প্রত্যেকেই তার দেশের পক্ষে কথা বলতে পারে। আমরাও বলেছি। আমাদের ক্রিকেটার ও দলের ওপর যে অনৈতিক সিদ্ধান্ত দেওয়া হয়েছে, তাতে কিন্তু আমরা ওদের দেশের শিল্পীদের এখানে আসা নিয়ে প্রশ্ন তুলিনি।’

 
এদিকে এক  ভিডিও বার্তায় শাফিন বলেছেন, ‘দেশের যে কোনো ব্যাপারে নাগরিক হিসেবে মন্তব্য করার অধিকার আমার আছে। এটাকে টেনে নিয়ে সাংস্কৃতিক আয়োজনের সঙ্গে মেলানোর কোনো প্রয়োজন ছিলো বলে আমরা মনে করি না। দেশপ্রেমের কথা বলাটা ভারতবিদ্বেষ নয়। বিদ্বেষ সম্পূর্ণ ভিন্ন ব্যাপার।’

একই ভিডিওতে মানাম বলেছেন, ‘আমরা চাই সাংস্কৃতিক বিনিময় আরও বাড়ুক। ভারতীয় শিল্পীরা এলে কিন্তু মাইলসের কেউ সমালোচনা করে না। ফসিলসও চাইলে যখন ইচ্ছে এ দেশে কনসার্ট করে যেতে পারবে। কিন্তু রূপম যেটা করেছে তা নোংরামি। এটা তার কাছ থেকে কাম্য নয়।’

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G