এটিএম জালিয়াতিঃ মূলহোতা আটক

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৬ সময়ঃ ১০:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

atokকয়েকটি ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতি করে অর্থ আত্মসাতের ঘটনার মূলহোতা থমাস পিটার নামে পোল্যান্ডের এক নাগরিককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঐ নাগরিকসহ সিটি ব্যাংকের আইটি শাখার তিন কর্মীকেও আটক করা হয়েছে।

রবিবার রাতে রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হাসান সরকার সোমবার সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

মারুফ হাসান সরকার বলেন, এটিএম কার্ড জালিয়াতির ঘটনার তদন্তের অগ্রগতির বিষয়ে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে, ১৮ ফেব্রুয়ারি রাতে এক বিদেশিকে আটক করা হয়। পরিচয় জানানো না হলেও তিনি পূর্ব ইউরোপের একটি দেশের নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। বনানীতে অবস্থিত একটি এটিএম বুথের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ দেখে পূর্ব ইউরোপের দেশটির ঐ নাগরিককে শনাক্ত করা হয়। আটক ঐ ব্যক্তির কাছে একাধিক দেশের পাসপোর্ট জব্দ করা হয়।

উল্লেখ্য, গত ৬ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে রাজধানীর ইস্টার্ন, সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চার বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে কার্ডের তথ্য চুরি ও পরবর্তী সময়ে কার্ড ক্লোন করে গ্রাহকদের অজান্তে টাকা তুলে নেওয়া হয়। বিষয়টি ১২ ফেব্রুয়ারি জানাজানি হলে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় বনানী থানায় ইউসিবি এবং পল্লবী থানায় সিটি ব্যাংক আলাদা দু’টি মামলা করে।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G