এটিএম জালিয়াতি: ৪০-৫০ ব্যক্তি জড়িত

প্রকাশঃ মার্চ ১, ২০১৬ সময়ঃ ২:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

monirulবিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় দেশের ব্যাংক কর্মকর্তা ও মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীসহ ৪০ থেকে ৫০ জন জড়িত বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম।

মঙ্গলবার দুপুর ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এটিএম জালিয়াতির ঘটনায় আটক থমাস পিটারসহ ৩ ব্যাংক কর্মকর্তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে এসব তথ্য বেরিয়ে আসে বলে জানান তিনি।

মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত বিদেশি নাগরিক থমাস পিটারকে দ্বিতীয় দফায় রিমান্ডে আনা হয়েছে। সে গত এক বছরে সর্বাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এসব কাজে দেশের ৪০ থেকে ৫০ জন ব্যবসায়ী জড়িত।

তিনি আরো বলেন, এদের মধ্যে মার্চেন্ট, রেস্টুরেন্ট ব্যবসায়ী, সঙ্গীতাঙ্গন এবং ব্যাংকারদের বিশাল একটি সিন্ডিকেট রয়েছে। পুলিশ ইতোমধ্যে ৩-৪ জনকে শনাক্ত করেছে। বাকীদের ব্যাপারে যাচাই-বাছাই করা হচ্ছে। এটিএম জালিয়াতিতে কোনো পুলিশ সদস্য জড়িত নয়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G