এপিবিএন এর অভিযানে তিন প্রতিষ্ঠান ও পাঁচ ব্যক্তির জরিমানা
রাজধানীতে এপিবিএন-৫ এর অভিযানে তিনটি প্রতিষ্ঠান ও অবৈধভাবে ফুটপাত দখল ও গাড়ী পাকিং করার অপরাধে ৫ ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
বৃহস্পতিবার (৬ই এপ্রিল ২০১৭) এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালন ফাহমিদা আক্তার ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এবং মাসুদ আলী বেগ এ অভিযান পরিচালনা করেন।
এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল জানান-, রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফুটপাত ও রাস্তার উপর গাড়ী পাকিং করার অপরাধে পারফরমেন্স অটো লিঃ এর ব্যবস্থাপক শাহাজাহানকে ২৫ হাজার টাকা জরিমানা, মোঃ আব্দুর রহিম নামক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা, মোঃ মনির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা, মোঃ তরিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা এবং ফুটপাতের উপর বাড়ী তৈরীর নির্মাণ সামগ্রী ফেলে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় রোতীশ নামক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা ও সঞ্জয় চন্দ্র দাসকে ২৫ হাজার টাকা করে সর্বমোট ৮৫ হাজার টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এবং মাসুদ আলী বেগ।
এছাড়া আজ বৃহস্পতিবার রাজধানীর পশ্চিম কারওয়ান বাজার সি গার্ডেন রোডে মা মেডিসিন কর্ণারকে মেয়াদ উর্ত্তীণ ঔষধ মজুদ রাখার অপরাধে ব্যবস্থাপক আজিজুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা এবং অন্যান্য সুপার সপ পণ্যের মোড়কের গায়ে মূল্য, উৎপাদন এবং মেয়াদ উর্ত্তীণের তারিখ লিপিবদ্ধ ব্যতীত পণ্যদ্রব্য বিক্রয় করায় ব্যবস্থাপক মোস্তফা কামালকে ৫ হাজার টাকা করে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাহমিদা আক্তার।
ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে বলে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল জানান।
প্রতিক্ষণ/এডি/শাআ