এফবিআই প্রধান কোমি বরখাস্ত
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি জানিয়েছে, অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের সুপারিশের ভিত্তিতে ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন।
হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এফবিআইয়ের পরিচালকের পদ থেকে জেমস কোমিকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মার্কিন প্রশাসন বলছে, সাবেক ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইলের বিষয়ে তদন্তকে কেন্দ্র করে জেমস কোমিকে বরখাস্ত করা হয়েছে। গত সপ্তাহে কংগ্রেসের কাছে দেওয়া বক্তব্যে জেমস কোমি ত্রুটিপূর্ণ তথ্য দিয়েছেন বলে গণমাধ্যমে প্রতিবেদন বের হয়।
ডেমোক্র্যাটরা কোমিকে সরিয়ে দেওয়ার পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তাদের দাবি, নির্বাচনের সময় ট্রাম্পের প্রচারে রাশিয়ার যোগসাজশের অভিযোগ তদন্ত করছিল এফবিআই। এ কারণেই কোমিকে বরখাস্ত করা হয়েছে।
কিন্তু গত সপ্তাহে কংগ্রেসে হিলারি ক্লিনটনের ই-মেইলের বিষয়ে ভুল তথ্য দিয়েছেন কোমি- এমন অভিযোগ ওঠে। এরপরই তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত এসেছে বলে মনে করা হচ্ছে।
বরখাস্তের বিষয়ে কোমিকে দেওয়া চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের সুপারিশের সঙ্গে একমত হয়েছেন। সেই সুপারিশ হলো, ‘আপনি (কোমি) আর পরিচালক হিসেবে এফবিআইকে কার্যকরভাবে নেতৃত্ব দেওয়ার যোগ্য নন।’
জেফ সেশনস বলেছেন, ডিপার্টমেন্ট অব জাস্টিস সর্বোচ্চ পর্যায়ের শৃঙ্খলা, সততা ও আইনের শাসন নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ। এ কারণে ওই পদে নতুন মুখ প্রয়োজন।
এদিকে কোমি যখন বরখাস্তের বিষয়টি জানতে পারেন, তখন তিনি লস অ্যাঞ্জেলেসে সহকর্মীদের এক সভায় বক্তব্য দিচ্ছিলেন।
তবে আকস্মিক এই সিদ্ধান্ত ওয়াশিংটনজুড়ে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, কোমির বরখাস্তের বিষয়ে তাঁদের আগে থেকে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।
কোমির পরিবর্তে কে দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে নতুন মুখের খোঁজে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস ।
সূত্র: বিবিসি
প্রতিক্ষণ/এডি/সাই