এফবিসিসিআই সভাপতি মাতলুব

প্রকাশঃ মে ২৬, ২০১৫ সময়ঃ ১০:৩৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৫ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

matlubব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি পদে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে বিজিএমইএ থেকে মনোনীত পরিচালক মো. সফিউল ইসলাম প্রথম সহ-সভাপতি এবং চট্টগ্রাম চেম্বার থেকে মনোনীত মাহবুবুল আলমকে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচনী বোর্ড।

সোমবার বিকেলে এফবিসিসিআই নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ নবনির্বাচিত পরিচালকদের উপস্থিতিতে সভাপতি, সহ-সভাপতির নাম ঘোষণা করেন।

এর আগে গত ২৩ মে সরাসরি ভোটে চেম্বার গ্রুপ থেকে ১৬ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৬ জন করে মোট ৩২ জন পরিচালক নির্বাচিত হয়েছে। ২৪ মে নির্বাচনী বোর্ড নির্বাচিত ৩২ জন পরিচালকের নাম প্রকাশ করেন। একই সঙ্গে চেম্বার গ্রুপ থেকে ১০ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১০ জন মনোনীত পরিচালকের নাম প্রকাশ করেন।

নবনির্বাচিত সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, ‘আমি সারা দেশে ঘুরেছি । দেশের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা জেনেছি। আমি ব্যবসায়ীদের জন্য কাজ করবো।’

তিনি বলেন, ‘আমরা একটা পজেটিভ ইলেকশন করেছি। যারা ইলেকটেড হতে পেরেছি এবং যারা হতে পারেনি আমরা সবাই ব্যবসায়ী। সকলে একসঙ্গে কাজ করবো। আগেও ই্উনাইটেড ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G