এবার অন্ধরাও দেখতে পাবে

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ৩:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৭ অপরাহ্ণ

অাইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Eye

সম্প্রতি কারনেজি মেলোন ইউনিভার্সিটি- এর সিনিয়র সিস্টেম বিজ্ঞানী শয়ান ক্যালি, একটি কম্পিউটার চিপ ডেভেলপ করেছেন যা ক্যামেরার ছবিকে ইলেক্ট্রিক্যাল পালসে রূপান্তরিত করবে যা মস্তিস্ক বুঝতে পারবে, অর্থাৎ মানুষ দেখতে পাবে।
আর্টিফিশিয়াল আইটি খুবই ক্ষুদ্র। এই আইটি ক্যামেরার থেকে ডিজিটাল ইনফরমেশন সংগ্রহ করে তা এনালগ ওয়ারের মাধ্যমে মানুষের মস্তিস্কে পাঠাবে, যা সার্জারির মাধ্যমে রোগীর চোখের পেছনে ইমপ্ল্যান্ট করা থাকবে।
ইলেক্ট্রিক্যাল সিগন্যাল চোখের রেটিনার স্নায়ু সিমুল্যাট করবে এবং দেখতে সাহায্য করবে।আর এবার অন্ধরাও দেখতে পাবে আর্টিফিশিয়াল আই বা নকল চোখের দ্বারা।

প্রতিক্ষণ/এডি/সজল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G